মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১, ০৭:০৪ অপরাহ্ন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে মাগুরার মহম্মদপুর প্রতিনিধি মাসুদ রানাকে হত্যার হুমকি দিয়েছেন উপজেলার বাবুখালী ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন জাহিদ (৪৫)। এ ঘটনায় মঙ্গলবার রাতে মহম্মদপুর থানায় একটি অভিযোগ করেছেন সাংবাদিক মাসুদ রানা।
মহম্মদপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা জানান, ধুলজুড়ি এলাকার সুলাইমান মোল্যার ছেলে জাহিদ মহম্মদপুর ইউনিয়ন ভূমি অফিসে থাকাকালীন জাতীয় পতাকার অবমূল্যায়ন করেন। ওই ঘটনায় স্থানীয় পত্রিকায় ও ফেসবুকে সংবাদ প্রকাশ করায় তার পদোন্নতি আটকে যায়।
‘এ নিয়ে তার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই গত মঙ্গলবার বিকালে উপজেলার খাদ্য গুদামের পেছনে জাহিদ সাথে দেখা হলে আর্কশিক আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন।’
এ বিষয়ে জানতে চাইলে জাহিদ সংবাদ প্রকাশের জেরে তার পদোন্নতি আটকে যাওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
মহম্মদপুর থানার ওসি তারেক বিশ্বাস বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল বলেন, এ বিষয়ে জানতে পেরেছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply