রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:৪৭ অপরাহ্ন
সাথী, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদ্রাসা ময়দানে তিন দিন ব্যাপি বার্ষিক মাহ্ফিল গতকাল রবিবার, ১৬ ফেব্রয়ারী সকাল সাড়ে সাতটায় দেশ মানবজাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় ১০ মিনিট গভীর আবেগপূর্ণ আখেরী মোনাজাতে পৃথিবীর পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথের দিশা ও রসুলপুর মাহ্ফিলের কাজে অংশ গ্রহনকারীদের সবাইকে তওফিক কামনা করে মহান আল্লাহ তালার রহমত মাগফিরাত কামনা করা হয়। রসুলপুর মাদরাসা ময়দানে তিন দিন ব্যাপি বার্ষিক মাহ্ফিলে জায়গা না পেয়ে মাঠে ও পাশের সড়কগুলোতে মুসল্লিগণ আল্লাহ এর কাছে দুই হাত তুলে আখেরী মোনাজাতে অংশ গ্রহন করেন।
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং এলাকা থেকে আগত মসল্লিগণ রসুলপুর মাদ্রাসা ময়দানে বার্ষিক মাহ্ফিলে আখেরী মোনাজাতে অংশ গ্রহণ করেন। কড়া পুলিশী নিরাপত্তার মধ্যে দিয়ে উপস্থিত মুসল্লিগণ শান্তিপূর্ণ ভাবে দেশ মানবজাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় আখেরী মোনাজাতে অংশ গ্রহন করেন। গত বৃহস্পতিবার ১৩ ফেব্রয়ারী হতে রসুলপুর মাদ্রাসা ময়দানে তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়ে গতকাল রবিবার ১৬ ফেব্রয়ারী সকালে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবে এই মাহ্ফিলের সমাপণী হয়েছে। সমাপণী অনুষ্ঠানে এলাকাতে মুসল্লিদের এক মধুর মিলন মেলার সৃষ্টি হয়েছিল।
রসুলপুর মাদরাসা ময়দানে তিন দিন ব্যাপী বার্ষিক মাহ্ফিলের সার্বিক তত্তাবধান এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন চার তরিকার পীরে মোকাম্মেল আলহাজ্ব হযরত হাফেজ মাওঃ আব্দুল মতিন নেছারী।
Leave a Reply