রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০২:৪৬ অপরাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক কৃষক চলতি মৌসুমে ১ একর ৪৫ শতক জমিতে বোরো ধান চাষ করে চরম বিপাকে পড়েছে। কৃষক আমজাদ হোসেন সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত খতিব উদ্দিনের পুত্র। জানা যায়, চলতি মৌসুমে কৃষক আমজাদ হোসেন ১ একর ৪৫ শতক জমিতে সিনজেনটা এস ১২০৩ ও ১২০৫ প্রজাতির বেরো ধান চাষ করে। জমিতে স্বাভাবিক নিয়মে ধানের শীর্ষ বের না হয়ে ধান গাছের কোনটি শীষ আধাপাঁকা হয়েছে, কোনটির শীষ বেড়িয়েছে মাত্র, আবার কোনটি ধান গাছে এখনো শীষ বের হয়নি। হাঁড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে সঠিক পরিচর্যা করেও জমিতে ফসলের দুরাবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। আমজাদ হোসেন বলেন স্থানীয় পাঁচপীর বাজারের মেসার্স রাহমানিয়া ট্রেডার্স থেকে প্রতি মৌসুমে বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় উপকরণ ক্রয় করেন। চলতি বোরো মৌসুমে ধানের ভেজাল বীজ দেয়ায় তিনি মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হবার আশঙ্কায় দুর্চিন্তায় রয়েছেন। মেসার্স রাহমানিয়া ট্রেডার্সে’র প্রোপাইটার আইয়ুব আলীকে সরেজমিনে ধানের জমি দেখার জন্য ডাকলেও সাড়া না দিয়ে এড়িয়ে যান তিনি। বীজ, সার ও কীটনাশক বিক্রেতা আইয়ুব আলী বলেন, কৃষক আমজাদ হোসেন ধান ক্ষেতের অবস্থার কথা শুনেছি। তবে এটা হয়তো তার চাষাবাদে পদ্ধতি ভূলের জন্য হয়েছে। ধানের বীজের দোষ নয়। সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান বলেন, আমি কৃষক আমজাদ হোসেনের ধান ক্ষেত পরিদর্শন করেছি। আমজাদ হোসেন একজন যথেষ্ট অভিজ্ঞ কৃষক। সম্ভবত ধান বীজের কোন সমস্যা ছিল। সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই-মাহমুদ বলেন, সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply