শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পূর্বাহ্ন
এম.জাফরান হারুন, নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে দশমিনায় অভিযান চালিয়ে জোর করে গৃহপরিচালিকাকে ধর্ষনের অভিযোগে ভিকটিম উদ্ধারসহ ধর্ষনকারী কে আটক করা হয়েছে।
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার সময় দশমিনা উপজেলার লিজু বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারীকে আটক করলে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সাইফুল ইসলাম (৪৮), পিতা-মৃত: চন্দন হাওলাদার, সাং-দক্ষিণ রনগোপালদী, ০৩নং ওয়ার্ড বলে জানায়।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায় যে, গৃহপরিচালিকা ভিকটিম ছদ্ম নাম (মোসাঃ জেসমিন খাতুন (৫০) গত ২৯/৪/২০২১ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:৪০ ঘটিকায় তার বসত বাড়ীর দক্ষিন পাশের মৃধা পুড়ার বিলে চরানো গরুর বাছুর আনিতে যায়। কিন্ত গরুর বাছুরের কাছে পৌছার আগেই সন্ধ্যা অনুমান ০৭:৩০ ঘটিকায় আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৮) ঝাপটাইয়া ধরিয়া ভিকটিমের পড়নের শাড়ী কাপড়ের আচল দিয়া মুখ চাপিয়া ধরে পড়নের শাড়ী কাপড় খুলিয়া ফেলিয়া জোরপূর্বক ধর্ষণ করে এবং ওই স্থান হতে পালিয়ে যায়।
পরবর্তীতে ধর্ষনকারী কাউকে কিছু না বলার জন্য প্রাণ নাশের হুমকি দেয়। তদপ্রেক্ষিতে ছদ্ম নাম (মোসাঃ জেসমিন খাতুন (৫০) আইনগত সহায়তা চেয়ে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের নিকট আবেদন করলে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ওই ধর্ষণকারীকে আটক করা হয়।
ধর্ষণকারী সাইফুল ইসলাম ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এব্যাপারে র্যাবের সহযোগীতায় ওই নারী ভিকটিম বাদী হয়ে দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply