শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন

সাটু‌রিয়ায় ররাইদ ইউ‌নিয়‌নে বি‌জি এফ এর নগদ টাকা বিতরন

সাটু‌রিয়ায় ররাইদ ইউ‌নিয়‌নে বি‌জি এফ এর নগদ টাকা বিতরন

মোঃ ইউসুফ আলী,স্টাফ রি‌র্পোটার

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার বরাইদ ইউ‌নিয়‌নে ১২৯৩ জ‌নের মা‌ঝে বি‌জি এফ এর ৪৫০টাকা ক‌রে নগদ অর্থ বিতরন করা হ‌য়ে‌ছে।
ইউ‌নিয়‌ন প‌রিষদ কার্যাল‌য়ে এসময় উপ‌স্থিত ছি‌লেন বরাইদ ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান মোঃ হারুন অর র‌শিদ,ট‌্যাগ অ‌ফিসার অ‌নির্বান সরকার,ট‌্যাগ অ‌ফিসার উপ‌জেলা বন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, বরাইদ ইউ‌নিয়ন ১নং ওয়ার্ড সদস‌্য মোঃ জ‌মির হো‌সেন,২নং ওয়ার্ড সদস‌্য আহাম্মদ আলী,৬নং ওয়ার্ড সদস‌্য মোঃ ইছাক আলী,৯নং ওয়ার্ড সদস‌্য আব্দুল মানান, ইউ পি স‌চিব কা‌র্তিক চন্দ্র হাওলাদার সহ সকল ইউ পি সদস‌্য ও স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠ‌নের নেত্রীবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।
বিতর‌নের সময় ইউ‌পি চেয়ারম‌্যান মোঃ হারুন অর র‌শিদ ব‌লেন বর্তমান ক‌রোনা কা‌লিন সময় সকল‌কে স‌চেতন থাক‌তে হ‌বে এই মহামারী প্রাণ ঘাতী রোগ থে‌কে বাচ‌তে সকল‌কে মাস্ক পড়‌তে হ‌বে জন সমাগম এ‌রি‌য়ে চল‌তে হ‌বে,মাননীয় প্রধানমুন্ত্রীর উপহার হি‌সে‌বে আজ‌কের এই নগদ অর্থ আপনা‌দের মা‌ঝে আমরা বিতরন কর‌ছি সবাই মাননীয় প্রধানমুন্ত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা ও আমা‌দের মা‌নিকগ‌ঞ্জের ৩ আস‌নের সংসদ সদস‌্য মাননীয় স্বাস্থ‌্য মুন্ত্রী আলহাজ্ব জা‌হিদ মা‌লেক স্বপন সা‌হেব সহ আমা‌দের জন‌্য দোয়া কর‌বেন আমরা যেন সব সময় আপনা‌দের পা‌শে থাক‌তে পা‌রি। খুব নিক‌টে ঈদ উল ফিতর সবাই সুন্দর ও সু্স্থ‌্য ভা‌বে ঈদ উদজ্জাপন কর‌বেন এবং ক‌রোনা থে‌কে বাচ‌তে স্বাস্থ‌্য বি‌ধি মে‌নে চল‌বেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com