সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০৩:০৪ অপরাহ্ন
মাগুরা প্রতিনিধি ->>
মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে বহুল আলোচিত ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী নজরুল ইসলাম মেম্বরসহ মোট ৫জনকে আজ বিকালে জেলহাজতে পাঠিয়েছে আদালত। এ হত্যা মামলার ঘটনায় এ পর্যন্ত ১১জনকে গ্রেফতার করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন মাগুরা পুলিশ সুপার।।
আজ সোমবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, গত ৩১ অক্টোবর মাগুরা গোয়েন্দা বিভাগের ওসি মোঃ জয়নাল আবেদিন মন্ডলের নেতৃত্বে একটি দল ঢাকার ডিএমপি এলাকার একটি আবাসিক হোটেল থেকে চাঞ্চালকর হত্যার প্রধান আসামী নজরুল ইসলাম (৪৫), জালিম শেখ (৪৬) তুহিন হোসাইন (২৫) মো: রিয়াজ হোসাইন (২৪) ইয়ামিন হোসেন (৩০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতদের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট্র আদালত মাগুরা-২ এর বিচারক হাসিবুল হাসান লাবু এর আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালতে তাদের জেল হাজতে প্রেরণ এবং পরবর্তীতে রিমান্ড শুনানীর আদেশ দেন।
উল্লেখ্য, গত (১৫ অক্টোবর) আসন্ন ১১ নভেম্বর ইউপি নির্বাচনে মেম্বর পদ নিয়ে মাগুরা সদরের জগদল গ্রামে দুই মেম্বর প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ আলী হাসান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে চার জন খুন হয়। সৈয়দ আলী হাসান গ্রুপের আপন দুই ভাই সবুর মোল্ল্যা (৫৫), কবির মোল্ল্যা (৫০) এবং চাচাতো ভাই রহমান মোল্ল্যা (৫০) ও প্রতিপক্ষের ইমরান হোসেন (৪০) সহ চার জন নিহত হয়।
এ হত্যাকান্ডের তিনদিন পর (১৮ অক্টোবর) মাগুরা সদর থানায় নিহত সবুর মোল্ল্যার ছোট ভাই মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে নজরুল ইসলাম মেম্বরকে প্রধান আসামী করে ৬৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply