সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০৪:৫২ অপরাহ্ন
সোহেল খান দূর্জয়, নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য প্রকল্পের হাসপাতাল ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
সমাজক্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, এমপি রোববার ফিতা টেনে নাম ফলক উম্মোচন ও দোয়ার মধ্যে দিয়ে এই ৫০ শয্যার হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করে। নেত্রকোণার সিভির সার্জন ডাঃ মোহাম্মদ সেলিম মিয়ার সভাপতিত্ব ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সুলায়মান খানের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান স্বাগতিক বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের উপজেলা পরিষদের য়োরম্যান মুহাম্মদ মাইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মাজহারুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল কাদের, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মন্ত্রী উপজেলা শিল্পকলা একাডেমি সংকলিত লিটল ম্যাগাজিন হৃদয়ে বঙ্গবন্ধু’র মোড়ক উম্মোচন করেন।
Leave a Reply