স্টাফ রিপোর্টার
মাগুরার মহম্মদপুর উপজেলার যশপুর সড়কে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কিশোর হুমায়ন (১৬) নামের টাইলস মিস্ত্রীর মৃত্যু ১ আহত অন্তত আরও ০৫ জন। অদ্য ৩০/০১/২০২২ ইং রবিবার সন্ধ্যা ০৭টায় এই দুর্ঘটনা ঘটে। মাগুরা সদর উপজেলা থেকে মহম্মদপুরে টাইলসের কাজ করতে আসে কয়েকজন কিশোর-যুবক।
কাজ শেষে ভ্যান যোগে মহম্মদপুর থেকে মাগুরা সদরে ফেরার সময় যশপুর নামক স্থানে গেলে বিপরিত দিক থেকে আসা ট্রাক (স্কেভিটর টানা গাড়ি/ লুবেট) ভ্যানটিকে চাপা দিলে আব্দুল করিম (৩৪), লিটন (২১), মুন্না (২২), রমজান (১৮), নয়ন (১৯) ও হুমায়ন (১৬) গুরুত্বর আহত হয়।
দুর্ঘটনার পর মহম্মদপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার হুমায়নকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আব্দুল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। জানা যায়,শত্রুজিৎপুর ইউনিয়নের রুপদিয়া গ্রামের উচমানের ছেলে হুমায়ন। আহতদের বাড়ি মাগুরা সদরের জগদল ইউনিয়নের মাধবপুর গ্রামে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
Leave a Reply