সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন
মঞ্জুরুল ইসলাম রতন
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২থেকে ৫টার দিকে সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নে হরগজ পূর্ব নগর গ্রামে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, হরগজ ইউনিয়নে হরগজ গ্রামে তিন জন ব্যাক্তি,(১) মোঃ আতোয়ার হোসেন, পিতাঃ গোলাম হোসেন, (২) মোঃ মফিজুল ইসলাম, পিতাঃ মোঃ কিতাব উদ্দিন, (৩) মোঃ বিপ্লব হোসেন, পিতাঃ আব্দুর রহমান। তিন ব্যাক্তি ফসলের জন্য উপযোগী মাটি ভেকু দিয়ে কেটে অন্যত্র বিক্রি করছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর, ঘটনা স্থলে ছুটে যান, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট রেজওয়ানা কবির ঘটনাস্থলে পৌঁছে সত্যতা মিললে, মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ফসলী জমির মাটি কাটার অভিযোগে ঐ তিন ব্যাক্তিকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০ এর ৪ ধারা লংগনের জন্য ১৫[১] ধারায় ২লাখ টাকা জরিমানা করেন।
Leave a Reply