নাদিম হায়দার, ( মুন্সীগঞ্জ প্রতিনিধি)
মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অুনষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ। নবনির্বাচিত কমিটির পরিচিতি শেষে শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক পলাশ। অতিথিদের বক্তব্যের পরে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাহমিনা আক্তার তুহিন, সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়া অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সরকারী ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা যুধীষ্ঠির রঞ্জন পাল, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।