বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
১৬ ভিক্ষুক ভিক্ষা করতে ওমরা ভিসা নিয়ে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে আটক পেট্রোল পাম্প মালিকদের কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি শেখ হাসিনার জন্মদিন বিশেষ ভাবে পালন করলেন মনোনয়ন প্রত্যাশী—হাসিব আলম তালুকদার বিএনপি মাহুত ছাড়া পাগলা হাতিতে পরিনত হয়েছে—জাহাঙ্গীর কবির নানক সংবাদ প্রকাশিত হওয়ার পর শ্রীপুর কুছাইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ ভালো কাজ হচ্ছে জানালেন এলাকাবাসী ত্রিশালে চরিত্রহীন শিক্ষককে মাদ্রাসায় ফিরিয়ে আনতে ইমামকে লাঞ্চিত করলো কমিটি! আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
টাঙ্গাইলে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে ১৪০ফুট লম্বা তৌরী হচ্ছে

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে ১৪০ফুট লম্বা তৌরী হচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ইউনিয়নের কাওনহোলা গ্রামে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে প্রায় ১৪০ ফুট লম্বা বাইচের নৌকা বানাচ্ছে স্থানীয় বয়োজ্যেষ্ঠ আব্দুল কুদ্দুস। এতে ব্যাপক আনন্দিত এলাকার বাসিন্দারা। প্রতিদিনই আশেপাশের জনসাধারণ এই নৌকা বানানোর দৃশ্য একনজর দেখতে এসে ভিড় জমাচ্ছে। বঙ্গবন্ধুর ইতিহাস মিশে আছে বিধায় এই নৌকা তৈরির গুরুত্ব ক্রমশ বাড়ছে। প্রায় ৭৫ বছর বয়সের বয়োজ্যেষ্ঠ মো: আব্দুল কুদ্দুসের ভাষ্যমতে, ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নাগরপুর উপজেলায় এসে যে নৌকায় উঠেছিলেন, সেই নৌকার গোলই অংশ দিয়ে তৈরি হচ্ছে এই বাইচ নৌকা। তাই স্মৃতি রক্ষার্থে বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করা হবে এই নৌকাকে। এছাড়াও নৌকার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু দুরন্ত বিজয় তরী।এদিকে নৌকার কারিগর লতিফ জানায়, আমরা নৌকার কারিগর হিসেবে অনেক আনন্দিত। অনেক জায়গা থেকে জনগণ এই নৌকা বানানোর কাজ দেখতে আসে, ভালোই লাগে আমাদের।বাইচ নৌকার মালিক মো: আব্দুল কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ও এলাকাবাসীর আনন্দের জন্যই এই নৌকা বানানো হচ্ছে। ১৯৭০ সালে বঙ্গবন্ধু নাগরপুরে এসে যে নৌকায় উঠেছেন সেটির গোলই ব্যবহার করে এই বাইচ নৌকা বানানো হচ্ছে।বাবার শখ পূরণের চেষ্টায় ছেলে শাহাদত হোসেন জানায়, বাবার ইচ্ছা আনন্দের জন্য এই নৌকা আমরা এলাকাবাসী আনন্দ নিয়ে বানাচ্ছি। বঙ্গবন্ধুর বিষয়টি বাবার থেকেই শুনেছি আমরা।ভাদ্রা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) লুৎফর রহমান বাবুল জানায়, আমি অবগত আছি বঙ্গবন্ধুর স্মৃতিতে বাইচ নৌকা বানানো হচ্ছে। এলাকাবাসী উৎসাহের সাথে নৌকা বানানোর বিষয়টি উপভোগ করছে।নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন বলেন, কাওনহোলা এলাকার যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বাইচ নৌকা বানাচ্ছে তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে তিনি যে উদ্যোগ নিয়েছে সেটি অবশ্যই প্রশংসনীয়।উল্লেখ্য, নাগরপুর উপজেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় নৌকা বাইচ আয়োজন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু দুরন্ত বিজয় তরী এমন আয়োজনে অংশগ্রহণ করবে বলে আশাবাদী মালিকপক্ষ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com