মাহামুদুন নবী (স্টাফ রিপোর্টার)
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের দরিশালধা এলাকায় অপহরণের পর এক নারীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমিনুর রহমান মোল্যা (২৬), কামাল মিনে (২৫) ও আকাশ শেখ (২০)। পুলিশ সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের দরিশালধা গ্রামের বিবাহিত এক নারীকে উত্যক্ত করত পার্শ্ববর্তী এলাকার আকাশ শেখ (২০)। গতকাল ওই নারী নহাটা বাজারে গেলে আকাশ, লিটন মোল্যা ও আমিনুর রহমান মোল্যা তাকে অপহরণ করে বালিদিয়া গ্রামে নিয়ে যায়। পরে ওই গ্রামের কামাল মিনের বাড়িতে আটকে রেখে তাকে ধর্ষণ করে আকাশ।
এ ঘটনায় মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মা বাদী হয়ে মহম্মদপুর থানায় চার জনের নামে মামলা করেন। পুলিশ তিন জনকে গ্রেপ্তার করলেও লিটন মোল্যা (৩০) পলাতক রয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আটকের বিষয়টা নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।