নিজস্ব প্রতিবেদক
দেশের সিটি করপোরেশনগুলোকে নিজেদের আয় বাড়িয়ে স্বনির্ভর হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ পরামর্শ দেন।
এ তথ্য জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, চট্টগ্রামের খাল খননের একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী করপোরেশনগুলোর মেয়রদের ঢাকার দিকে তাকিয়ে না থেকে নিজেদের আয় বাড়িয়ে নিজেদের পায়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করার তাগিদ দেন।
রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
আলোচনা শেষে বৈঠকে চট্টগ্রামের ‘বহদ্দারহাট বাড়ইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ শীর্ষক ১৩৬২ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
ওই বৈঠকে মোট ৪ হাজার ৫৪১ কোটি টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আয় বাড়িয়ে নিজেদের পায়ের ওপর দাঁড়ানোর চেষ্টা করতে হবে। ঢাকার দিকে তাকিয়ে থাকলে চলবে না। এখন আপাতত প্রকল্প দেওয়া হলেও অবকাঠামোগতভাবে এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে।’