বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নিয়োগকালেও বয়স জালিয়াতি: বিআইডব্লিউটিএর হিসাব সহকারীর কোটি-কোটি টাকার সম্পদ! জাতির পিতার ছবি অবমাননাকারী পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার! কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র নবনির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ হাতজোড় করে ক্ষমা চেয়ে দেশ ছেড়েছেন শামীম ওসমান ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি আ.লীগ কোনো ভিসানীতির পরোয়া করে না: ওবায়দুল কাদের আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে: পিটার হাস কুয়েতে বাংলাদেশিকে হত্যা, গ্রেপ্তার ৪ উপজেলা চেয়ারম্যান সরোয়ারের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে কৃষি কর্মকর্তা মুক্তা
নিউমার্কেটে সংঘর্ষ: ২ হত্যার মামলায় গ্রেপ্তার নেই

নিউমার্কেটে সংঘর্ষ: ২ হত্যার মামলায় গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষে দুই হত্যায় আলাদা মামলা হলেও শনিবার রাত পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই।

মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকায় দিনভর সংঘর্ষে আহত নাহিদ হাসান (১৮) ও মোরসালিন (২৬) পরে মারা যান।

এদের মধ্যে নাহিদ হাসানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। যার সূত্র ধরে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

তবে পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহত মোরসালিনের বিষয়ে এখনো অন্ধকারে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার পর্যন্ত তাকে হত্যার কোনো ক্লু পায়নি তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, নাহিদ হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছি। অভিযান অব্যাহত আছে। আমাদের পাশাপাশি ডিবিও (পুলিশের গোয়েন্দা বিভাগ) ছায়া তদন্ত করছে। দুটি হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সংঘর্ষের দ্বিতীয় দিন মঙ্গলবার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ মিয়া সাধারণ পথচারী নন। নাহিদও সংঘর্ষে অংশ নেন।

তদন্ত সংশ্লিষ্ট ডিবির এক কর্মকর্তা বলেন, নাহিদ বাটা সিগন্যাল এলাকার যে প্রতিষ্ঠানে চাকরি করতেন তার মালিক নিউমার্কেটের ব্যবসায়ী। তা ছাড়া নাহিদের কর্মক্ষেত্রও ছিল নিউমার্কেট এলাকা। ঘটনার দিন মঙ্গলবার সকাল ১০টা থেকে নাহিদ ব্যবসায়ী কর্মচারীদের পক্ষ নিয়ে পিকেটিংয়ে অংশ নেন। তিনি সামনের সারিতেই ছিলেন। দুপুরে ক্যাম্পাসের ভেতর ১০তলা ভবনের ছাদ থেকে ছাত্রদের ছোড়া ইট পরে নাহিদের মাথায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে ঢলে পড়েন। এ সময় কয়েকজন তাকে চড়-থাপ্পড় দেন। পরে হেলমেট পরা একজন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। সে চলে যাওয়ার পর হেলমেট পরা আরেকজন নাহিদকে আঘাত করে।

অপরদিকে একই দিনে সংঘর্ষে আহত মোরসালিন বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোরসালিনের মাথায় মাঝখানে গভীর কাটা জখম রয়েছে। এ ছাড়া কপালের ডান পাশে, নাকের বাম পাশে জখম রয়েছে।

সুরতহাল প্রতিবেদনে ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ উল্লেখ করে, গত ১৯ এপ্রিল দুপুরে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হয় মোরসালিন। তখন কয়েকজন যুবক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, মোরসালিন ঢাকা নিউমার্কেটের একটি তৈরি পোশাকের দোকানে কাজ করতেন।

গত সোমবার রাতে নিউমার্কেটে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরদিন সকাল থেকে আবার দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। দিনভর সংঘর্ষে গুরুতর আহত নাহিদ ও মোরসালিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংঘর্ষ ও হতাহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি এবং নিহত দুজনের স্বজনরা দুটি মামলা করেছেন। এর মধ্যে পুলিশের ওপর হামলা-মামলায় বিএনপির এক নেতাসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা ছাড়া সবগুলো মামলায় অজ্ঞাতপরিচয় আসামির সংখ্যা ১ হাজার ৫৫০।

পুলিশের করা মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনকে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com