মাগুরা প্রতিনিধি :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার ও প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত অভিযোগে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি রাব্বিসহ ৬ জনকে আটক করেছে মাগুর ডিবি পুলিশ। এ সময় আব্দুস সামাদ নামে এক পরিক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত সাত দিনের কারাদন্ড প্রদান করেছেন। সামাদের বাড়ি মহম্মদপুর উপজেলার ঝাউদিয়া গ্রামে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম জানান, শুক্রবার বেলা ১১ টার সময় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারের অপরাধে আব্দুস সামাদকে আটক করা হয়। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমান আদালতে তাকে দন্ডবিধির ১৮৮ ধারায় ৭ দিনের কারাদন্ড প্রদান করেছে। এছাড়াও আব্দুল গনি (এজি) একাডেমি মাধ্যমিক বিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে একই অপরাধে তারানা আফরোজ, আমিরুল ইসলাম সোহেল ও ইসমত আরা কে আটক করা হয়। তাদের প্রাথমিক স্বিকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাগুরা হোসেন শহীদ সোহোরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়সাল রাব্বী, ইফতেখার ইসলাম ও শাহানা বেগম কে আটক করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, দেশব্যাপী একটি প্রতারক চক্র নিয়োগ পরিক্ষাকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে অবৈধ অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় যেহেতু মাগুরায় একটি চক্রের সন্ধান পাওয়া গেছে অধিকতর তদন্তের স্বার্থে এই মুহুর্তে আটককৃতদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আটককৃতরা সদর থানা হেফাজতে রয়েছে। চক্রের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মাগুরার বিভিন্ন পরিক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষক পদে ১১৮৪৪ জনের মধ্যে ৮১৪৪ জন পরিক্ষার্থী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহন করে।
শিরোনাম :
মাগুরায় ছাত্রলীগ সভাপতিসহ আটক ৬
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- ৯৬০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ