মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
১৬ ভিক্ষুক ভিক্ষা করতে ওমরা ভিসা নিয়ে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে আটক পেট্রোল পাম্প মালিকদের কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি শেখ হাসিনার জন্মদিন বিশেষ ভাবে পালন করলেন মনোনয়ন প্রত্যাশী—হাসিব আলম তালুকদার বিএনপি মাহুত ছাড়া পাগলা হাতিতে পরিনত হয়েছে—জাহাঙ্গীর কবির নানক সংবাদ প্রকাশিত হওয়ার পর শ্রীপুর কুছাইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ ভালো কাজ হচ্ছে জানালেন এলাকাবাসী ত্রিশালে চরিত্রহীন শিক্ষককে মাদ্রাসায় ফিরিয়ে আনতে ইমামকে লাঞ্চিত করলো কমিটি! আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
পিডিবিএফে ওদের দূর্নীতির কাছে গোলক ধাধার গল্পও হার মানায়

পিডিবিএফে ওদের দূর্নীতির কাছে গোলক ধাধার গল্পও হার মানায়

বিশেষ প্রতিনিধি :
পল্লী দারিদ্র বিমেচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ফরিদপুর অঞ্চলের উপপরিচালকের কার্য্যলয়ে নাসরিন আক্তার ও সরোমা মন্ডল এফওআইটির দুর্নীতির কাছে গোলক ধাধার গল্পোও হার মানায় বলে সবার মুখে মুখে শোনা যাচ্ছে। সুত্রে জানা যায়, নাসরিন আক্তার এফওআইটি চাকুরীর নিয়োগ অবৈধ, তিনি প্রায় ৩৭ বছর বয়সে ২০১৩ সনে ফরিদপুর ্উপ-পরিচালকের কার্য্যলয়ে যোগদান করেন। তার জন্ম তারিখ ৬/৭/১৯৭৬। পিডিবিএফ মহান জাতীয় সংসদে ২৩নং আইনের বলে স্ব-শ্বাসিত প্রতিষ্ঠান। ৩৭ বছর বয়সে সরকারি প্রতিষ্ঠান কিভাবে চাকুরি হলো এটা সাধারণ কর্মকর্তা কর্মচারিদের প্রশ্ন? তার আইডি কার্ড দেখে প্রমান পাওয়া গেল। নাসরিন আক্তার এর স্বামী গোলাম মোস্তফা বর্তমান নাটোর ডিডি কার্যালয়ে আছে। তিনি ফরিদপুরে এসএডি থাকা কালিন পাবনার ডিডি থাকা কালিন সময়ে নিয়োগ, বদলি বানিজ্য করে অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। ফরিদপুর শহরে কালি মন্দিরের পাশে ৫ শতক জমি কিনেছে ৩০ লাখ টাকা দিয়ে। তারা দুইজন সদর উপজেলা ফরিদপুরের মনিরা বেগমের নিকট থেকে ৩ লাখ টাকা নিয়ে চাকুরি দিয়েছেন। গোলাম মোস্তফা এত প্রভাব শালি ও প্রতারক বিভিন্ন সময়ে বিভিন্ন পরিচয়ে, মন্ত্রনালয় বড় অফিসার পরিচয় দিয়ে দৌলদিয়া-পাটুরিয়া ভিআইপি ফেরিতে জনগন পারাপার করতেন কিছু অর্থের বিনিময়ে। উল্লেখিত মোবাইল নম্বর ০১৭১২৯৪৭১৫০ চেক করলে উঠে আসবে তার সকল অপকর্ম। নাসরিন আক্তার এর একটি চোখ কানা, অন্ধ আর একটি কোন রকমে দেখতে পান। ফলে তিনি কোন কাজ ঠিকঠাক মত করতে পারেন না। চোখ অন্ধ থাকায় আইটি শাখার প্রায় কাজ নানা রকম ভুল করেন, তবু তার প্রভাব এর ফলে কেহ কিছু বলতে সাহস পায় না। সে তার স্বামীকে পাবনা অঞ্চলে ডিডি বাানানোর জন্য চার লাখ টাকা ঘুষ দিয়ে ছিলেন, তার ব্যাংক হিসাব থেকে একদিনে তুলে দিয়েছেন। ব্যাংক হিসাবের ষ্টেটমেন্ট চেক করলে দেখা যাবে। সোনালী ব্যাংকের টেপাখোলা শাখা ফরিদপুর। তার সংগে তারই ঘনিষ্টজন সরোমা মন্ডল, এফওআইটি ডিডি কার্য্যলয়ে ফরিদপুরে আছেন তিনি এতই চরিত্রহীন যাহা ভাষায় বর্ননা করা যায় না বলে জানা যায়। তার সঙ্গে বিআরডিবি বালিয়াকান্দি উপজেলার এআরডিওর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো, তাই তাকে সাত লাখ টাকার বিনিময়ে চাকুরি দিয়েছেন, সরোমা মন্ডলকে তার স্বামীর কর্মস্থালে বদলি করলে আবার এআরডিও তাকে ফরিদপুরে ডিডি অফিসে বদলি করিয়ে নিয়ে আসেন, এবং ফরিদপুর সরোমা মন্ডল বাসায় গিয়ে থাকেন, কথিত আছে সরোমা মন্ডলের মেয়ে নাকি পিডিবিএফের এআরডিও। ইহা ছাড়া সরোমা মন্ডল মধুখালিতে কর্মরত থাকা কালিন ডিবিওর সঙ্গে হাত ধরাধরী নিয়ে মাগুরার ডিডি সাহেব সালিশ পর্যন্ত করেছেন যার প্রমান মধুখালি উপজেলার সহকর্মীরা। মধুখালিতে কর্মরত থাকা কালিন বিভিন্ন সমিতিতে নামে বেনামে লোন দিয়ে প্রায় সাত/আট লাখ টাকা আত্বসাৎ করেন, যেমন দিঘলিয়া সমিতিতে খাদিজা বেগম, সুফিয়া বেগম, আখিরন, সেতারামপুর সমিতিতে অনিমা রানি, রাজিয়া বেগম ইত্যাদি, সাপ্তাহিক আদায়ের সীট দেখলে প্রমান উঠে আসবে বলে জানা যায়। সরোমা মন্ডল একজন মাঠকর্মী তিনি প্রভাব খাটিয়ে আইটির কাজ করেন অথচ মাঠের কর্মীর প্রচন্ড সংকট রয়েছে। নাসরিন আক্তার অবৈধ নিয়োগ হওয়ার পরও প্রভাব খাটিযে ফরিদপুর ডিডি কার্য্যলয়ে প্রায় দশ বছর রয়েছেন তা দেখার কেহ নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com