ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ সিরাজদিখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষে মিলল পিস্তল, সম্পাদকের কক্ষে ফেন্সিডিল আবু সাঈদের ধারণা ছিলো পুলিশ আমাকে গুলি করবে না মীরপুর গার্লস আইডিয়াল স্কুল থেকে কোটি কোটি টাকা লুটপাট ভাঙ্গায় চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  যমুনার পানিতে কালিহাতীতে ৩০ হাজার পানিবন্দি মানুষ, নতুন নতুন এলাকা প্লাবিত পদ্মায় অবৈধ বালি উত্তোলনে নদীগর্ভে বিলিন ১০টি বাড়িঘর, হুমকিতে শহর রক্ষা বাঁধ স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সিরাজদিখানে পুলিশের হামলার আহত সাংবাদিক সালমানকে দেখতে গেলেন ওসি

রুপনগর বস্তিবাসিদের বেহালদশা

সোহেল রানা
রাজধানী, মিরপুর রুপনগর ৩১নং রোডের মাথায় বিনা নোটিশে বস্তিভেঙ্গে দেওয়া হয়েছে বলে বস্তি বাসিদের অভিযোগ। সরেজমিনে গিয়ে বস্তি বাসিদের সাথে কথা বললে একাধিক ব্যাক্তি জানান আমরা খুবই অসহায় খেটে খাওয়া দিনমজুর অনেক কষ্ট করে পরিবার ও ছোট ছোট পোলাপান নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিনপার করি। কিন্তু কোন নোটিশ ও মাইকিং ছাড়া হঠাৎ করে জোরপূর্বক প্রসাশনের সহযোগিতায় আমাদের বস্তি ভেঙ্গে দেয় এমতাবস্থায় আমাদের খুবই কষ্টের সাথে দিনযাপন করতে হচ্ছে খোলা আকাশের নিচে। এমন সময় আমাদের অন্য কোথাও রুম ভাড়া নেওয়ার ক্ষমতা নেই এমনকি হঠাৎ করে আমাদের বস্তি ভেঙ্গে দেওয়াই আমাদের কোন মালপত্র নিয়ে আসতে পারি নাই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি সংবাদ কর্মীকে বলেন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে ৭নং ওর্য়াড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনু ও আওয়ামী লীগের মহিলা নেত্রী সুইটি তাদের দলবল সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে অনেকবার দখল নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যার্থ হওয়াই পরবর্তীতে প্রশাসনের সহযোগিতাই সমস্ত বাড়ি ঘর জোরপূর্বক ভেঙ্গে দেই। আমাদের পরিবার পরিজন নিয়ে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বস্তির অনেকেই আহত হয়েছে। অভিযোগ বিষয়ে জানার জন্য ৭নং ওর্য়াড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনুর মোবাইল ফোনে যোগাযোগ করলে প্রতিবেদকে বলেন বস্তির জায়গাটি হাউজিং এর বিক্রি করা সম্পত্তি সেটা অনেক দিন যাবত অবৈধ ভাবে কিছু লোক ভোগদখল করে আসছিল তাই হাউজিং ও প্রসাশনের সহযোগিতায় প্রকৃতপক্ষে যারা মালিক তাদের জায়গা বুঝে নেওয়ার জন্য আইনের মাধ্যমে হাউজিং কতৃপক্ষ বস্তিবাসিদের উচ্ছেদ করেছেন। তাছাড়া ওই জায়গার মালিক আওয়ামীলীগের এমপি আমির হোসেন আমু, বাহাউদ্দিন নাসিম, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও প্রধান মন্ত্রীর আত্মীয় সহ মোট ৬ জন। তাই জোর করে না আইনের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। আমি শুধু উপস্থিত থেকে আইনের সহযোগিতা করছি একজন জনপ্রতিনিধি হিসেবে। তিনি আরো বলেন আমার বিষয়ে জায়গা দখলের যে অভিযোগ তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট আমি কোন জায়গা দখল করতে যায়নি যাদের জায়গা তারা বুঝে নিবেন তাই হাউজিং কর্তৃপক্ষ ও প্রসাশন সেটা করেছে। এখানে আমার কিছু করার নেই আমি যদি ঘর বানিয়ে ভাড়া খাই তখন আপনারা তো দেখবেন। মহিলা আওয়ামী লীগের নেত্রী সুইটির মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন যাদের জায়গা তারা বুঝে নিয়েছেন আমার কিছু প্রতিপক্ষ আছে তাই আমার নামে মিথ্যা কথা বলে আমাকে সমাজের চোখে খারাপ করতে চাই আমি কেন জায়গা দখল করতে যাবো। এটা যাদের জায়গা তাদের প্রসাশন ও হাউজিং এর বিষয়। তবে ভুক্তভোগী বস্তিবাসিরা জানান হাউজিং দশকাঠা জায়গা নিবে তাহলে আশেপাশে আরো বস্তি ছিল বাকী জায়গা কেন ভাঙ্গা হলো না আর কেনই বা দশ কাঠার বেশী জায়গা দখলে নিল তাহলে বাকী জায়গা কে দখল করলো কার ইশারায় ভাঙ্গা হলো। সুত্রে আরো জানা যায়, মালিকানা জায়গা মালিকদের বুঝিয়ে দিয়ে বাকী জায়গা ৭নং ওর্য়াড কাউন্সিলর ও আওয়ামী লীগের মহিলা নেত্রী ঘর বানিয়ে ভাড়া দিবেন। বস্তিবাসিরা বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবী দীর্ঘ ১৬ বছর যাবৎ আমরা এখানে বসবাস করে আসছি তাই দিন শেষে একটু মাথা গুজার জায়গাটা যেন আমরা ফিরে পেতে পারি এটাই বস্তিবাসিদের প্রত্যশা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

রুপনগর বস্তিবাসিদের বেহালদশা

আপডেট টাইম : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

সোহেল রানা
রাজধানী, মিরপুর রুপনগর ৩১নং রোডের মাথায় বিনা নোটিশে বস্তিভেঙ্গে দেওয়া হয়েছে বলে বস্তি বাসিদের অভিযোগ। সরেজমিনে গিয়ে বস্তি বাসিদের সাথে কথা বললে একাধিক ব্যাক্তি জানান আমরা খুবই অসহায় খেটে খাওয়া দিনমজুর অনেক কষ্ট করে পরিবার ও ছোট ছোট পোলাপান নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে দিনপার করি। কিন্তু কোন নোটিশ ও মাইকিং ছাড়া হঠাৎ করে জোরপূর্বক প্রসাশনের সহযোগিতায় আমাদের বস্তি ভেঙ্গে দেয় এমতাবস্থায় আমাদের খুবই কষ্টের সাথে দিনযাপন করতে হচ্ছে খোলা আকাশের নিচে। এমন সময় আমাদের অন্য কোথাও রুম ভাড়া নেওয়ার ক্ষমতা নেই এমনকি হঠাৎ করে আমাদের বস্তি ভেঙ্গে দেওয়াই আমাদের কোন মালপত্র নিয়ে আসতে পারি নাই। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি সংবাদ কর্মীকে বলেন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে ৭নং ওর্য়াড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনু ও আওয়ামী লীগের মহিলা নেত্রী সুইটি তাদের দলবল সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে অনেকবার দখল নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যার্থ হওয়াই পরবর্তীতে প্রশাসনের সহযোগিতাই সমস্ত বাড়ি ঘর জোরপূর্বক ভেঙ্গে দেই। আমাদের পরিবার পরিজন নিয়ে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে বস্তির অনেকেই আহত হয়েছে। অভিযোগ বিষয়ে জানার জন্য ৭নং ওর্য়াড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনুর মোবাইল ফোনে যোগাযোগ করলে প্রতিবেদকে বলেন বস্তির জায়গাটি হাউজিং এর বিক্রি করা সম্পত্তি সেটা অনেক দিন যাবত অবৈধ ভাবে কিছু লোক ভোগদখল করে আসছিল তাই হাউজিং ও প্রসাশনের সহযোগিতায় প্রকৃতপক্ষে যারা মালিক তাদের জায়গা বুঝে নেওয়ার জন্য আইনের মাধ্যমে হাউজিং কতৃপক্ষ বস্তিবাসিদের উচ্ছেদ করেছেন। তাছাড়া ওই জায়গার মালিক আওয়ামীলীগের এমপি আমির হোসেন আমু, বাহাউদ্দিন নাসিম, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও প্রধান মন্ত্রীর আত্মীয় সহ মোট ৬ জন। তাই জোর করে না আইনের মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে। আমি শুধু উপস্থিত থেকে আইনের সহযোগিতা করছি একজন জনপ্রতিনিধি হিসেবে। তিনি আরো বলেন আমার বিষয়ে জায়গা দখলের যে অভিযোগ তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট আমি কোন জায়গা দখল করতে যায়নি যাদের জায়গা তারা বুঝে নিবেন তাই হাউজিং কর্তৃপক্ষ ও প্রসাশন সেটা করেছে। এখানে আমার কিছু করার নেই আমি যদি ঘর বানিয়ে ভাড়া খাই তখন আপনারা তো দেখবেন। মহিলা আওয়ামী লীগের নেত্রী সুইটির মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে বলেন যাদের জায়গা তারা বুঝে নিয়েছেন আমার কিছু প্রতিপক্ষ আছে তাই আমার নামে মিথ্যা কথা বলে আমাকে সমাজের চোখে খারাপ করতে চাই আমি কেন জায়গা দখল করতে যাবো। এটা যাদের জায়গা তাদের প্রসাশন ও হাউজিং এর বিষয়। তবে ভুক্তভোগী বস্তিবাসিরা জানান হাউজিং দশকাঠা জায়গা নিবে তাহলে আশেপাশে আরো বস্তি ছিল বাকী জায়গা কেন ভাঙ্গা হলো না আর কেনই বা দশ কাঠার বেশী জায়গা দখলে নিল তাহলে বাকী জায়গা কে দখল করলো কার ইশারায় ভাঙ্গা হলো। সুত্রে আরো জানা যায়, মালিকানা জায়গা মালিকদের বুঝিয়ে দিয়ে বাকী জায়গা ৭নং ওর্য়াড কাউন্সিলর ও আওয়ামী লীগের মহিলা নেত্রী ঘর বানিয়ে ভাড়া দিবেন। বস্তিবাসিরা বলেন মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবী দীর্ঘ ১৬ বছর যাবৎ আমরা এখানে বসবাস করে আসছি তাই দিন শেষে একটু মাথা গুজার জায়গাটা যেন আমরা ফিরে পেতে পারি এটাই বস্তিবাসিদের প্রত্যশা।