ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে আহত-১৫

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দাগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। রবিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত জাকির মোল্লা কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। অন্যদের ভাঙ্গা হসপিটালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চরকান্দা গ্রামে একটি দলের নেতৃত্ব দেন সাবেক মেম্বার জমির মোল্লা আরেক দলের নেতৃত্ব দেন ভুল মোল্লা। গ্রামের আপন দুই ভাই সিদ্দিক মোল্লা ও ওমর আলী মোল্লা কিছুদিন আগেও জমির মোল্লার দলে ছিলেন। এক ভাই ওমর মোল্লা ভুলু মোল্লার দলে যোগ দেন এবং তার ভাই সিদ্দিক মোল্লাকেও যোগ দিতে বলেন। সিদ্দিক মোল্লা তাতে রাজি না হলে ওমর মোল্লা  তার দলবল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে জমির মোল্লার লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সঙ্গবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া চালায় উভয় গ্রুপ। খবর পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ভাংগা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ দেন নাই অভিযোগ পেলে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এক পক্ষের দলনেতা জমিন মোল্লা বলেন, কিছুদিন আগে সেকেন্দার হত্যার মূল পরিকল্পনা ও হত্যাকারী হিসাবে ভুল মোল্লা ও তার ছেলেরা জেল খেটে জামিনে বেরিয়ে আসেন। তারা জামিনে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেন। আমরা গ্রামবাসী তাদের অত্যাচারে এক মানবেতর জীবনযাপন করছি। তারা আধিপত্য বিস্তার নিয়ে মাঝেমাঝেই আমাদের উপর হামলা চালায়। অন্যদিকে ভুলু মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়া থানা’র নবাগত ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ

ভাঙ্গায় দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষে আহত-১৫

আপডেট টাইম : ০৫:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দাগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। রবিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত জাকির মোল্লা কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে। অন্যদের ভাঙ্গা হসপিটালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চরকান্দা গ্রামে একটি দলের নেতৃত্ব দেন সাবেক মেম্বার জমির মোল্লা আরেক দলের নেতৃত্ব দেন ভুল মোল্লা। গ্রামের আপন দুই ভাই সিদ্দিক মোল্লা ও ওমর আলী মোল্লা কিছুদিন আগেও জমির মোল্লার দলে ছিলেন। এক ভাই ওমর মোল্লা ভুলু মোল্লার দলে যোগ দেন এবং তার ভাই সিদ্দিক মোল্লাকেও যোগ দিতে বলেন। সিদ্দিক মোল্লা তাতে রাজি না হলে ওমর মোল্লা  তার দলবল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে জমির মোল্লার লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সঙ্গবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়া চালায় উভয় গ্রুপ। খবর পেয়ে ভাংগা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ভাংগা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ দেন নাই অভিযোগ পেলে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এক পক্ষের দলনেতা জমিন মোল্লা বলেন, কিছুদিন আগে সেকেন্দার হত্যার মূল পরিকল্পনা ও হত্যাকারী হিসাবে ভুল মোল্লা ও তার ছেলেরা জেল খেটে জামিনে বেরিয়ে আসেন। তারা জামিনে এসে আরো বেপরোয়া হয়ে ওঠেন। আমরা গ্রামবাসী তাদের অত্যাচারে এক মানবেতর জীবনযাপন করছি। তারা আধিপত্য বিস্তার নিয়ে মাঝেমাঝেই আমাদের উপর হামলা চালায়। অন্যদিকে ভুলু মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।