শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন

নাটোরে জেলা আওয়ামীলীগ ও সদস্য সদস্য শিমুল গ্রুপের পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালন

নাটোরে জেলা আওয়ামীলীগ ও সদস্য সদস্য শিমুল গ্রুপের পৃথক ভাবে জাতীয় শোক দিবস পালন

সুইট সরদার, নাটোর
নানা আয়োজনে নাটোরে জেলা আওয়ামীলীগ ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরা পৃথক পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে জেলা আওয়ামীলীগ শহরের কান্দিভিটুয়া অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।
অপরদিকে, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থক নেতা-কর্মীরা তার নিজ বাসভবনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন করেন। এছাড়া শহরের কানাইখালি এলাকায় আলোচনা সভা ও দোয়া মহফিল করা হয়। এসময় সংসদ সদস্য ভার্চয়ালী বক্তব্য রাখেন। এছাড়া একই সময়ে নাটোর জেলা ও পুলিশ প্রশাসন সহ সকল সরকারী দপ্তর যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন করা হয়। শেষে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ সরকারী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারী সংস্থার পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com