মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
১৬ ভিক্ষুক ভিক্ষা করতে ওমরা ভিসা নিয়ে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে আটক পেট্রোল পাম্প মালিকদের কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি শেখ হাসিনার জন্মদিন বিশেষ ভাবে পালন করলেন মনোনয়ন প্রত্যাশী—হাসিব আলম তালুকদার বিএনপি মাহুত ছাড়া পাগলা হাতিতে পরিনত হয়েছে—জাহাঙ্গীর কবির নানক সংবাদ প্রকাশিত হওয়ার পর শ্রীপুর কুছাইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ ভালো কাজ হচ্ছে জানালেন এলাকাবাসী ত্রিশালে চরিত্রহীন শিক্ষককে মাদ্রাসায় ফিরিয়ে আনতে ইমামকে লাঞ্চিত করলো কমিটি! আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
আবারও দেশী-বিদেশী অপশক্তিরা মাথাচারা দিয়ে উঠেছে -প্রতিমন্ত্রী পলক

আবারও দেশী-বিদেশী অপশক্তিরা মাথাচারা দিয়ে উঠেছে -প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট যেভাবে ৭১ এর পরাজিত অপশক্তি বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে উন্নয়ন, অগ্রযাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হত্যা করতে চেয়েছিল। ঠিক একই ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল বিএনপি-জামায়াত জোট। সেদিন জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ দলের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছিলেন ৪০০ জন নেতা-কর্মী।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। একটি স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম ও উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আবারও দেশী-বিদেশী সেই অপশক্তিরা মাথাচারা দিয়ে উঠেছে। তারা দেশ বিরোধী চক্রান্ত ও নানা অপপ্রচার করছে।
রোববার (২১ আগষ্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা ও বিদ্যালয়সমূহে ওয়াইফাইয়ের রাউটার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে সারের কোন ঘাটতি নেই। অথচ একটি চক্র দেশের মানুষকে বিভ্রান্তি করছে এবং সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছে। যাতে সরকারের ভাবমুর্তি বিনষ্ট হয়। কিন্তু তাদের সেই সড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন হতে দেয়া হবে না।
তিনি বলেন, কোন সার ডিলার সার মজুদ করে যদি দাম বেশি নেয়, সার নেই বলে গুদামজাত করে আর তাতে যদি কোন কৃষকের ভোগান্তি হয়। তাহলে সেই ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ন্যায্য দামে সার বিক্রি করতে হবে এবং সাথে সাথে কৃষকদের সার প্রাপ্তিও নিশ্চিত করতে হবে। কোন ভাবেই সার মজুদ করা যাবে না। বিষয়টি তিনি নিজে এবং প্রশাসন মনিটরিং করবেন বলে যোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com