শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিচার্জ পুলিশের ১৩ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিচার্জ পুলিশের ১৩ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

বরিশাল ব্যুরো

বরগুনায় জাতীয় শোক দিবসে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে গতকাল রোববার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে কমিটি।

আজ সোমবার বিকেলে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। পুলিশের বাকি ১২ সদস্যের মধ্যে একজন  পরিদর্শক, তিনজন উপপরিদর্শক (এসআই), চারজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চারজন কনস্টেবল।

বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, গতকাল তদন্ত প্রতিবেদন দিয়েছে কমিটি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট দুপুর ১২টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে ফুল দিতে যান বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে ছাত্রলীগ কর্মীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

 

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com