মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
নিয়োগকালেও বয়স জালিয়াতি: বিআইডব্লিউটিএর হিসাব সহকারীর কোটি-কোটি টাকার সম্পদ! জাতির পিতার ছবি অবমাননাকারী পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার! কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র নবনির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ হাতজোড় করে ক্ষমা চেয়ে দেশ ছেড়েছেন শামীম ওসমান ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি আ.লীগ কোনো ভিসানীতির পরোয়া করে না: ওবায়দুল কাদের আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে: পিটার হাস কুয়েতে বাংলাদেশিকে হত্যা, গ্রেপ্তার ৪ উপজেলা চেয়ারম্যান সরোয়ারের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে কৃষি কর্মকর্তা মুক্তা
মাগুরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে বঙ্গবন্ধু ও নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাগুরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে বঙ্গবন্ধু ও নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফজলে রাব্বি, স্টাফ রিপোর্টার
যতোকাল রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান, এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ২০০৪ সালের গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য এবং নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার ২২ আগস্ট সকাল ১০ টার সময় শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগার চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাগুরা জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ড মাগুরা বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী কমান্ডার দপ্তর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড মোঃ ওয়ালিদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখা বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখা ও প্রশাসক জেলা পরিষদ পঙ্কজ কুমার কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা বীর মুক্তিযোদ্ধা মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখা ও চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সভাপতি মাগুরা বার এসোসিয়েশন ও যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার মুজিববাহিনী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবু আইয়ুব বিশ্বাস, ৪ নং বগিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন সহ চার উপজেলার মুক্তিযোদ্ধার কমান্ডার ও সদস্য গণ। উপস্থাপনা পরিচালনা করেন, মাগুরা জেলা শিল্পকলা একাডেমির এডপ কমিটির সদস্য শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী। আলোচনা সভায় উপস্থিত বিশেষ অতিথি পঙ্গজ কুমার, আব্দুল ফাত্তাহ, নাসির বাবলু বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের উন্নয়ন ও মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। বক্তারা আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার গঠন এবং সেই সাথে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর কে আবারও এমপি করার আহবান জানান বক্তাগণ। প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্ট মাসে হত্যা করে ছিলো নরপিশাচরা, আর এই ঘাতকের দল ২০০৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে ছিলো। সেদিন মহান আল্লাহপাকের অশেষ দয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গিয়ে ছিলেন ভয়াবহ গ্রেনেড বোমার বিস্ফোরণ থেকে। কারণ সেদিন রমনা বটমূলে আইভি রহমানসহ দলের ২৪ জন নেতাকর্মী শেখ হাসিনাকে চারিদিক থেকে জড়িয়ে ধরে গ্রেনেডের স্পিরান্টের আঘাত থেকে রক্ষা করে ছিলো। তাই আজ এই শহীদদের স্মরণে মাগুরা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট এই দোয়া ও মাহফিলের আয়োজন সভার করার জন্য অশেষ ধন্যবাদ জানান। তিনি আরও বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য বলেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকেন তিনি আপনাদের আরও সুযোগ সুবিধার উন্নয়ন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com