মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুরে মোছাঃ রুমি খাতুন (২৪) নামের এক গৃহবধূরকে যৌতুক দাবি করে অমানবিক নির্যাতন করেছেন তার তার স্বামী ইব্রাহীম সরদার (২৫)। বৃহস্পতিবার রুমি খাতুন বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। রুমি খাতুন উপজেলার বিনোদপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে দবির মোল্যার মেয়ে এবং ইব্রাহীম সরদার একই উপজেলার রাড়িখালি গ্রামের সাদেক সরদার ছেলে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত ছয় বছর আগে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাড়িখালী গ্রামের সাদেক সরদারের ছেলে ইব্রাহীমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমাদের সংসারে একটি ১ বছর বয়সের কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তান হওয়ার পর থেকে পরিবারের লোকজনদের যোগসাজসে আমার বাবার কাছ ১ লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা আনতে রাজি না হলে ইব্রাহীম মাঝে মাঝে আমাকে অত্যাচার নির্যাতন করে । এছাড়াও চাল,ডাল ও কাপড়সহ কোন ধরনের বাজার ঘাট করে না। প্রায়ই শারিরীক নির্যাতন ও বেধড়ক মারধর করে। বিষয়টি আমার পিতা-মাতাকে জানালে সে ক্ষুব্ধ হয়ে নির্যাতনের পরিমান আরও রেড়ে যায় এবং তালাক দেওয়ার হুমকি দেয়। গত ১৯শে আগস্ট ইব্রাহীম ইব্রাহীম আমাকে বাবার বাড়িতে নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাকে ১ লাখ টাকা নিয়ে বাড়ী আসবি। তখন তার সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায় সে আমাকে এলোপাথাড়ী ভাবে কিল, ঘুষি, লাথিসহ অমানবিক মারধর করে আহত করে । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিনোদপুর বাজারের চিকিৎসক দিয়ে চিকিৎসা দেওয়া হয়।
মহম্মদপুর থানার ওসি (অঃদাঃ) মোঃ আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।