ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ৮ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ সিরাজদিখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষে মিলল পিস্তল, সম্পাদকের কক্ষে ফেন্সিডিল আবু সাঈদের ধারণা ছিলো পুলিশ আমাকে গুলি করবে না মীরপুর গার্লস আইডিয়াল স্কুল থেকে কোটি কোটি টাকা লুটপাট ভাঙ্গায় চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  যমুনার পানিতে কালিহাতীতে ৩০ হাজার পানিবন্দি মানুষ, নতুন নতুন এলাকা প্লাবিত পদ্মায় অবৈধ বালি উত্তোলনে নদীগর্ভে বিলিন ১০টি বাড়িঘর, হুমকিতে শহর রক্ষা বাঁধ স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সিরাজদিখানে পুলিশের হামলার আহত সাংবাদিক সালমানকে দেখতে গেলেন ওসি

মহম্মদপুরে হাটের মধ্যে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাহামুদুন নবী (স্টাফ রিপোর্টার):—

মাগুরা মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারে পূর্ব শত্রæতার জের ধরে গত রোববার বিকালে প্রকাশ্যে হাটের মধ্যে আতর লস্কর (৫৫) নামের এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত আতর লষ্কর উরুড়া গ্রামের মৃত যদন লষ্করের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে ৪ টার দিকে আতর লস্কর ও দুইজন গ্রামবাসীকে নিয়ে বাড়ির পাশে কানুটিয়া সাপ্তাহিক হাটে বাজার করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আতর লস্করের মৃত্যু হয়।

নিহত আতরের বড় ছেলে উজ্জল লস্কর বলেন, তাঁর বাবা নিরিহ প্রকৃতির মানুষ। গ্রামে ক্ষমতাসীন দলের দুই নেতার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। গত ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী নিয়ে দ্বন্দ চরমে পৌছায়। তুচ্ছ ঘটনায় শনিবার (৩ আগস্ট) গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই বিরোধের জেরে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কয়েকবার তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। প্রকাশ্যে দিনের বেলা হাটের মধ্যে শত শত লোকের সামনে আমার বাবাকে চিহ্নিত লোকজন আমার বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
তিনি এই হত্যার বিচার চান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গ্রাম্য দলাদলি ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

মহম্মদপুরে হাটের মধ্যে প্রকাশ্যে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৪:৩৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

মাহামুদুন নবী (স্টাফ রিপোর্টার):—

মাগুরা মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজারে পূর্ব শত্রæতার জের ধরে গত রোববার বিকালে প্রকাশ্যে হাটের মধ্যে আতর লস্কর (৫৫) নামের এক ব্যক্তি কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত আতর লষ্কর উরুড়া গ্রামের মৃত যদন লষ্করের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে ৪ টার দিকে আতর লস্কর ও দুইজন গ্রামবাসীকে নিয়ে বাড়ির পাশে কানুটিয়া সাপ্তাহিক হাটে বাজার করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আতর লস্করের মৃত্যু হয়।

নিহত আতরের বড় ছেলে উজ্জল লস্কর বলেন, তাঁর বাবা নিরিহ প্রকৃতির মানুষ। গ্রামে ক্ষমতাসীন দলের দুই নেতার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। গত ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী নিয়ে দ্বন্দ চরমে পৌছায়। তুচ্ছ ঘটনায় শনিবার (৩ আগস্ট) গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই বিরোধের জেরে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কয়েকবার তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। প্রকাশ্যে দিনের বেলা হাটের মধ্যে শত শত লোকের সামনে আমার বাবাকে চিহ্নিত লোকজন আমার বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
তিনি এই হত্যার বিচার চান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গ্রাম্য দলাদলি ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার একটি মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।