শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পূর্বাহ্ন

সিংগাইরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সিংগাইরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মঞ্জুরুল ইসলাম রতন
আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত করণের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ সেপ্টেম্বর বিকাল ৪টায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব মমতাজ বেগম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার, সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পৌরসভার কাউন্সিলর, ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য সহ উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সুধিজনেরা সামাজিক সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সামাজিক সম্প্রীতি সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com