মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
নিয়োগকালেও বয়স জালিয়াতি: বিআইডব্লিউটিএর হিসাব সহকারীর কোটি-কোটি টাকার সম্পদ! জাতির পিতার ছবি অবমাননাকারী পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার! কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র নবনির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ হাতজোড় করে ক্ষমা চেয়ে দেশ ছেড়েছেন শামীম ওসমান ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি আ.লীগ কোনো ভিসানীতির পরোয়া করে না: ওবায়দুল কাদের আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে: পিটার হাস কুয়েতে বাংলাদেশিকে হত্যা, গ্রেপ্তার ৪ উপজেলা চেয়ারম্যান সরোয়ারের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে কৃষি কর্মকর্তা মুক্তা
সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও সর্বচ্চো প্রচেষ্টা চালিয়ে খুনি আসাদকে গ্রেফতার করতে হবে : পলক

সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার ও সর্বচ্চো প্রচেষ্টা চালিয়ে খুনি আসাদকে গ্রেফতার করতে হবে : পলক

নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ছাত্রলীগ নেতা জীবন হত্যার খুনিরা যেন বাংলাদেশ থেকে দেশের বাইরে যেতে না পারে এবং বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও সর্বচ্চো প্রচেষ্টা চালিয়ে খুনি আসাদসহ সহযোগিদের গ্রেফতার করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করলেও, খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত জীবনের পরিবারের পাশে থাকার জন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশারকাজীপুর গ্রামে নিহত ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রদান শেষে এক শোক সভায় তিনি এসব কথা বলেন। এরআগে তিনি জীবনের স্ত্রী-সন্তানকে নগদ ১ লাখ সহায়তা প্রদান করেন। একই সঙ্গে জীবনের স্ত্রীকে চাকুরী প্রদানের আশ^াস দেন। এসময় নিহত জীবনের শিশু সন্তানকে কোলে নিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে জীবনের কবর জিয়ারত করেন।
শোক সভায় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাহিরে অবস্থান করলেও সন্ত্রাসী ও চরিত্রহীন খুনি আসাদ ও তার ভাইদের হাতে ত্যাগী আওয়ামী পরিবারের সদস্য জীবনের নির্মমভাবে খুন হওয়ার দুঃসংবাদ শুনে মর্মাহত হয়েছেন। একই সঙ্গে খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা স্বজন হারানোর বেদনা বুঝেন, বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা এবং দলের নেতাকর্মীদের কষ্ট বুঝেন। বাংলাদেশের মানুষের জন্য সুখ-শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাই জীবন হত্যারও সঠিক বিচার বাংলার মাটিতেই হবে।
তিনি বলেন, জীবন হত্যা বিশেষ মামলা বা চাঞ্চল্যকর মামলা তালিকা ভুক্ত করে জেলা আইনশৃংখলা কমিটির সভায় উথ¥াপন করে প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে আওয়ামীলীগে অনুপ্রবেশকারী খুনি আসাদসহ তার সহযোগিদের সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ড যাতে সে লক্ষ্যে আমরা সবাই কাজ করবো। ইতো মধ্যে খুনি আসাদকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন নাটোর-২ ( সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর ও নওগাঁ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, কেন্দ্রীয় যুব মহিলালীগের সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তিসহ নাটোর জেলা ও নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবমহিলালীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com