ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ৭ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ সিরাজদিখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষে মিলল পিস্তল, সম্পাদকের কক্ষে ফেন্সিডিল আবু সাঈদের ধারণা ছিলো পুলিশ আমাকে গুলি করবে না মীরপুর গার্লস আইডিয়াল স্কুল থেকে কোটি কোটি টাকা লুটপাট ভাঙ্গায় চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  যমুনার পানিতে কালিহাতীতে ৩০ হাজার পানিবন্দি মানুষ, নতুন নতুন এলাকা প্লাবিত পদ্মায় অবৈধ বালি উত্তোলনে নদীগর্ভে বিলিন ১০টি বাড়িঘর, হুমকিতে শহর রক্ষা বাঁধ স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সিরাজদিখানে পুলিশের হামলার আহত সাংবাদিক সালমানকে দেখতে গেলেন ওসি

মাগুরার বগিয়ায় সুফিয়াদের ৪০ দিনের মাটি কাটার টাকা আত্বসাৎ! (ভিডিও)

মাগুরা প্রতিনিধি
মাগুরার বগিয়া ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উপকার ভোগীদের মজুরি সুফিয়া, ছবি ও রুবির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপকারভোগীদের অভিযোগ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে প্রকল্পের ৪০ দিনের কাজ শেষ করা হয়েছে। সে হিসেবে উপকারভোগী সুফিয়া, রুবি ও ছবি ৪০ দিনের মজুরি পাননি। এ প্রকল্পের আওতায় মাগুরা বগিয়া ইউনিয়নে অতিদরিদ্র অনেক উপকারভোগীরা কাজ করেছেন। ওই প্রকল্পের উপকারভোগী সুফিয়া বলেন, ‘আমরা মোটমাট ৪০ দিন মধ্যি কাজ শেষ করতি পারিছি। এর মধ্যি কুদ্দুস মেম্বার আমাগে ১০০০ টাকা দেছে। বাকি টাকা চাতি গেলি বিভিন্ন হুমকী ধামকী দিয়ে খেদায় দেয়।’ বলে আমি আরও ১০ বছর মেম্বর থাকবো তোমরা আমার কিছুই করতে পারবা নানে।
আরেক উপকারভোগী বলেন, ‘সরকার আমাগের জন্যি কাজের মাধ্যমে যে টাকার বেবস্তা করেচে সেই টাকা থেকে আমরা বঞ্চিত। আমাদের এখন কাজ নেই, আমরা খাব কী?’
উপকারভোগীরা জানান, তারা এ কর্মসূচির আওতায় মোট ৪০ দিন কাজ করেছেন। এ পর্যন্ত তাদের কোন মজুরি পরিশোধ করা হয়নি। তাদের দৈনন্দিন কাজের মজুরি হিসেবে ৪শ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পাননি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আলোকদিয়া নিবাসি হত দরিদ্র সুফিয়া।
৪০ দিনের কর্মসূচির উপকার ভোগীরা জানান আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

মাগুরার বগিয়ায় সুফিয়াদের ৪০ দিনের মাটি কাটার টাকা আত্বসাৎ! (ভিডিও)

আপডেট টাইম : ০৭:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

মাগুরা প্রতিনিধি
মাগুরার বগিয়া ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উপকার ভোগীদের মজুরি সুফিয়া, ছবি ও রুবির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপকারভোগীদের অভিযোগ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে প্রকল্পের ৪০ দিনের কাজ শেষ করা হয়েছে। সে হিসেবে উপকারভোগী সুফিয়া, রুবি ও ছবি ৪০ দিনের মজুরি পাননি। এ প্রকল্পের আওতায় মাগুরা বগিয়া ইউনিয়নে অতিদরিদ্র অনেক উপকারভোগীরা কাজ করেছেন। ওই প্রকল্পের উপকারভোগী সুফিয়া বলেন, ‘আমরা মোটমাট ৪০ দিন মধ্যি কাজ শেষ করতি পারিছি। এর মধ্যি কুদ্দুস মেম্বার আমাগে ১০০০ টাকা দেছে। বাকি টাকা চাতি গেলি বিভিন্ন হুমকী ধামকী দিয়ে খেদায় দেয়।’ বলে আমি আরও ১০ বছর মেম্বর থাকবো তোমরা আমার কিছুই করতে পারবা নানে।
আরেক উপকারভোগী বলেন, ‘সরকার আমাগের জন্যি কাজের মাধ্যমে যে টাকার বেবস্তা করেচে সেই টাকা থেকে আমরা বঞ্চিত। আমাদের এখন কাজ নেই, আমরা খাব কী?’
উপকারভোগীরা জানান, তারা এ কর্মসূচির আওতায় মোট ৪০ দিন কাজ করেছেন। এ পর্যন্ত তাদের কোন মজুরি পরিশোধ করা হয়নি। তাদের দৈনন্দিন কাজের মজুরি হিসেবে ৪শ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পাননি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আলোকদিয়া নিবাসি হত দরিদ্র সুফিয়া।
৪০ দিনের কর্মসূচির উপকার ভোগীরা জানান আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।