ঢাকা ০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ তরুন প্রজন্মের চিন্তা চেতনাকে নিয়ে কাজ করতে হবে- আমিনুল হক জয়পুরহাটে ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর আলোচিত কাফির লাশ উদ্ধার সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও হামলা: আহত-৫ আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই মিরপুর ইস্টার্ণ হাউজিং ডাইং ফ্যাক্টারিতে অবৈধ গ্যাস সংযোগের মহাউৎসব প্রতারণার মাধ্যমে বিয়ে করে অর্থ হাতিয়ে নেয়ায় গ্রেফতার বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন- মাওলানা ইমতিয়াজ আলম রাজউককে জনবান্ধব করতে আইন ও বোর্ডের গঠন বদলাতে হবে- সৈয়দা রিজওয়ানা হাসান সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা

মাগুরার বগিয়ায় সুফিয়াদের ৪০ দিনের মাটি কাটার টাকা আত্বসাৎ! (ভিডিও)

মাগুরা প্রতিনিধি
মাগুরার বগিয়া ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উপকার ভোগীদের মজুরি সুফিয়া, ছবি ও রুবির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপকারভোগীদের অভিযোগ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে প্রকল্পের ৪০ দিনের কাজ শেষ করা হয়েছে। সে হিসেবে উপকারভোগী সুফিয়া, রুবি ও ছবি ৪০ দিনের মজুরি পাননি। এ প্রকল্পের আওতায় মাগুরা বগিয়া ইউনিয়নে অতিদরিদ্র অনেক উপকারভোগীরা কাজ করেছেন। ওই প্রকল্পের উপকারভোগী সুফিয়া বলেন, ‘আমরা মোটমাট ৪০ দিন মধ্যি কাজ শেষ করতি পারিছি। এর মধ্যি কুদ্দুস মেম্বার আমাগে ১০০০ টাকা দেছে। বাকি টাকা চাতি গেলি বিভিন্ন হুমকী ধামকী দিয়ে খেদায় দেয়।’ বলে আমি আরও ১০ বছর মেম্বর থাকবো তোমরা আমার কিছুই করতে পারবা নানে।
আরেক উপকারভোগী বলেন, ‘সরকার আমাগের জন্যি কাজের মাধ্যমে যে টাকার বেবস্তা করেচে সেই টাকা থেকে আমরা বঞ্চিত। আমাদের এখন কাজ নেই, আমরা খাব কী?’
উপকারভোগীরা জানান, তারা এ কর্মসূচির আওতায় মোট ৪০ দিন কাজ করেছেন। এ পর্যন্ত তাদের কোন মজুরি পরিশোধ করা হয়নি। তাদের দৈনন্দিন কাজের মজুরি হিসেবে ৪শ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পাননি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আলোকদিয়া নিবাসি হত দরিদ্র সুফিয়া।
৪০ দিনের কর্মসূচির উপকার ভোগীরা জানান আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফেসবুক পোস্টের জেরে নওগাঁয় কলেজ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগ

মাগুরার বগিয়ায় সুফিয়াদের ৪০ দিনের মাটি কাটার টাকা আত্বসাৎ! (ভিডিও)

আপডেট টাইম : ০৭:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

মাগুরা প্রতিনিধি
মাগুরার বগিয়া ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উপকার ভোগীদের মজুরি সুফিয়া, ছবি ও রুবির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপকারভোগীদের অভিযোগ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে প্রকল্পের ৪০ দিনের কাজ শেষ করা হয়েছে। সে হিসেবে উপকারভোগী সুফিয়া, রুবি ও ছবি ৪০ দিনের মজুরি পাননি। এ প্রকল্পের আওতায় মাগুরা বগিয়া ইউনিয়নে অতিদরিদ্র অনেক উপকারভোগীরা কাজ করেছেন। ওই প্রকল্পের উপকারভোগী সুফিয়া বলেন, ‘আমরা মোটমাট ৪০ দিন মধ্যি কাজ শেষ করতি পারিছি। এর মধ্যি কুদ্দুস মেম্বার আমাগে ১০০০ টাকা দেছে। বাকি টাকা চাতি গেলি বিভিন্ন হুমকী ধামকী দিয়ে খেদায় দেয়।’ বলে আমি আরও ১০ বছর মেম্বর থাকবো তোমরা আমার কিছুই করতে পারবা নানে।
আরেক উপকারভোগী বলেন, ‘সরকার আমাগের জন্যি কাজের মাধ্যমে যে টাকার বেবস্তা করেচে সেই টাকা থেকে আমরা বঞ্চিত। আমাদের এখন কাজ নেই, আমরা খাব কী?’
উপকারভোগীরা জানান, তারা এ কর্মসূচির আওতায় মোট ৪০ দিন কাজ করেছেন। এ পর্যন্ত তাদের কোন মজুরি পরিশোধ করা হয়নি। তাদের দৈনন্দিন কাজের মজুরি হিসেবে ৪শ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পাননি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আলোকদিয়া নিবাসি হত দরিদ্র সুফিয়া।
৪০ দিনের কর্মসূচির উপকার ভোগীরা জানান আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।