ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মনপুরা উপজেলায় বিএনপির দোয়া মাহফিল দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি : আমিনুল হক মাগুরার শ্রীপুরে বালু ফেলে জমি দখলের অভিযোগ ! মহম্মদপুর হাসপাতাল কর্তৃপক্ষের অসহায়ত্ব প্রকাশ মাগুরায় মাই টিভির সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত মাগুরা বিএডিসি গোডাউন থেকে ডিলারের নামে অবৈধ সার বিক্রি স্থানীয়দের হাতে ধরা, তদন্তে দুর্নীতি-সিন্ডিকেট টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমবেদনা, কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিল উদ্দিন আহমেদের আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক মাদ্রাসা শিক্ষা বৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগ সুপারের বিরুদ্ধে

মাগুরার বগিয়ায় সুফিয়াদের ৪০ দিনের মাটি কাটার টাকা আত্বসাৎ! (ভিডিও)

মাগুরা প্রতিনিধি
মাগুরার বগিয়া ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উপকার ভোগীদের মজুরি সুফিয়া, ছবি ও রুবির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপকারভোগীদের অভিযোগ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে প্রকল্পের ৪০ দিনের কাজ শেষ করা হয়েছে। সে হিসেবে উপকারভোগী সুফিয়া, রুবি ও ছবি ৪০ দিনের মজুরি পাননি। এ প্রকল্পের আওতায় মাগুরা বগিয়া ইউনিয়নে অতিদরিদ্র অনেক উপকারভোগীরা কাজ করেছেন। ওই প্রকল্পের উপকারভোগী সুফিয়া বলেন, ‘আমরা মোটমাট ৪০ দিন মধ্যি কাজ শেষ করতি পারিছি। এর মধ্যি কুদ্দুস মেম্বার আমাগে ১০০০ টাকা দেছে। বাকি টাকা চাতি গেলি বিভিন্ন হুমকী ধামকী দিয়ে খেদায় দেয়।’ বলে আমি আরও ১০ বছর মেম্বর থাকবো তোমরা আমার কিছুই করতে পারবা নানে।
আরেক উপকারভোগী বলেন, ‘সরকার আমাগের জন্যি কাজের মাধ্যমে যে টাকার বেবস্তা করেচে সেই টাকা থেকে আমরা বঞ্চিত। আমাদের এখন কাজ নেই, আমরা খাব কী?’
উপকারভোগীরা জানান, তারা এ কর্মসূচির আওতায় মোট ৪০ দিন কাজ করেছেন। এ পর্যন্ত তাদের কোন মজুরি পরিশোধ করা হয়নি। তাদের দৈনন্দিন কাজের মজুরি হিসেবে ৪শ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পাননি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আলোকদিয়া নিবাসি হত দরিদ্র সুফিয়া।
৪০ দিনের কর্মসূচির উপকার ভোগীরা জানান আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মনপুরা উপজেলায় বিএনপির দোয়া মাহফিল

মাগুরার বগিয়ায় সুফিয়াদের ৪০ দিনের মাটি কাটার টাকা আত্বসাৎ! (ভিডিও)

আপডেট টাইম : ০৭:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

মাগুরা প্রতিনিধি
মাগুরার বগিয়া ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির উপকার ভোগীদের মজুরি সুফিয়া, ছবি ও রুবির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপকারভোগীদের অভিযোগ, হাড় ভাঙ্গা পরিশ্রম করে প্রকল্পের ৪০ দিনের কাজ শেষ করা হয়েছে। সে হিসেবে উপকারভোগী সুফিয়া, রুবি ও ছবি ৪০ দিনের মজুরি পাননি। এ প্রকল্পের আওতায় মাগুরা বগিয়া ইউনিয়নে অতিদরিদ্র অনেক উপকারভোগীরা কাজ করেছেন। ওই প্রকল্পের উপকারভোগী সুফিয়া বলেন, ‘আমরা মোটমাট ৪০ দিন মধ্যি কাজ শেষ করতি পারিছি। এর মধ্যি কুদ্দুস মেম্বার আমাগে ১০০০ টাকা দেছে। বাকি টাকা চাতি গেলি বিভিন্ন হুমকী ধামকী দিয়ে খেদায় দেয়।’ বলে আমি আরও ১০ বছর মেম্বর থাকবো তোমরা আমার কিছুই করতে পারবা নানে।
আরেক উপকারভোগী বলেন, ‘সরকার আমাগের জন্যি কাজের মাধ্যমে যে টাকার বেবস্তা করেচে সেই টাকা থেকে আমরা বঞ্চিত। আমাদের এখন কাজ নেই, আমরা খাব কী?’
উপকারভোগীরা জানান, তারা এ কর্মসূচির আওতায় মোট ৪০ দিন কাজ করেছেন। এ পর্যন্ত তাদের কোন মজুরি পরিশোধ করা হয়নি। তাদের দৈনন্দিন কাজের মজুরি হিসেবে ৪শ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পাননি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আলোকদিয়া নিবাসি হত দরিদ্র সুফিয়া।
৪০ দিনের কর্মসূচির উপকার ভোগীরা জানান আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী মেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।