নিজস্ব প্রতিবেদক
গোলাম মোহাম্মদ কাদের এখন আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘জি এম কাদের এখন আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন। সারা দেশে পার্টির তৃণমূল নেতাকর্মীদের করা ৫ থেকে ৬টা মামলার আদেশ বা নির্দেশে জাপার চেয়ারম্যান হিসেবে তার রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশেষ করে যে গুরুতর অপরাধ তিনি করেছেন, তাতে আর জাপার চেয়ারম্যান পদে তিনি থাকতে পারেন না।’
আজ শনিবার বিকেলে ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়কদের জরুরি সভায় তিনি এ কথা বলেন।
কাজী মামুন আরও বলেন, জিএম কাদের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নাম ব্যবহার করে এমপি-মন্ত্রী হয়েছেন। ফায়দা লুটেছেন কিন্তু কখনো দুঃসময়ে পাশে থাকেননি।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে অসুস্থ অবস্থায় জিম্মি করে রাখেন জি এম কাদের। স্বাক্ষর জালিয়াতি করে নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। যা পিবিআই তদন্ত করছে। এর আগে, অপকর্মের দায়ে জিএম কাদেরকে একাধিকবার বহিষ্কার করেছেন এরশাদ।
যুগ্ম আহ্বায়কদের সভায় প্রথমবারের মতো অংশ নেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। পার্টির সাবেক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম মসীহ্।