ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনায় ডিবির অভিযানে গাঁজার বস্তুাসহ আটক-১ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সিভিল সার্জনের সিদ্ধান্তে তিন বছর উন্নত খাবার থেকে বঞ্চিত রোগীরা! সিরাজদিখানে সাংবাদিকদের সাথে বিএনপি’র সভাপতির মতবিনিময় শিগগিরই মানুষের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে পুলিশ: স্বরাষ্ট্র সচিব বরগুনায় ডিবির অভিযানে গাঁজার বস্তুাসহ আটক ১ নওগাঁয় জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম: আহত- ০৪ আমতলীতে অগ্নিকাণ্ডে বসত ঘর সহ ১১ টি দোকান পুড়ে ছাই মাগুরায় সরকারি রাস্তার গাছ কাটা ব্যক্তিদের গ্রেপ্তার করেও ছেড়ে দিচ্ছেন উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ অধিদপ্তর  ডিজি‘র অনৈতিক সিদ্ধান্তে বাৎসরিক ওষুধ ক্রয়ের টেন্ডার বাতিল! 

বন্ধু স্বস্তিকাকে বয়স নিয়ে খোঁচা দেওয়ায় বেজায় চটলেন মীর

অনলাইন ডেস্ক:

আফসার আলি। সোশ্যাল মিডিয়াতেই অশ্লীল ভাষায় নেটিজেনকে আক্রমণ করে বসলেন তারকা।

আগামী ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমা ‘কালা’। অনভিতা দত্ত পরিচালিত সেই সিনেমার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। তাতেই একজন লেখেন, “মুখে বয়সের ছাপ চলে এসেছে।” বরাবরই স্পষ্টবক্তা স্বস্তিকা। নেটিজেনকে জবাব দিতে বেশি দেরি করেনি তিনি। নিন্দুককে পালটা প্রশ্ন করে অভিনেত্রী লেখেন, “না হলে কী হবে?”। দু’জনের এই কথোপকথনের মাঝেই আবার তীব্র প্রতিক্রিয়া দেন মীর। নিন্দুককে কটাক্ষ করে লিখে বসেন ছাপার অযোগ্য ভাষা।

স্বস্তিকা ও মীরের বন্ধুত্ব বহুদিনের। ‘মাইকেল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। তার চার বছর পর আবার নবাগত পরিচালক অভিজিৎ শ্রী দাস ‘বিজয়ার পরে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। মীর-স্বস্তিকা ছাড়াও ছবির অন্যতম আকর্ষণ দীপঙ্কর দে ও মমতা শংকর জুটি। প্রবীণ দম্পতির ভূমিকায় অভিনয় করছেন দুই শিল্পী। তাঁদের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। অভিনেত্রীর স্বামী হিসেবে দেখা যাবে মীরকে। বাস্তব জীবনে মীরই স্বস্তিকার পরম বন্ধু।

এর আগে স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মীর লিখেছিলেন, “প্রিয় স্যাজি… জন্মদিনে তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হোক, অবৈধ ইচ্ছেগুলো ছাড়া। দস্যি মেয়ের ২০২২ সাল খুব ভাল যাক! সারা জীবন এভাবেই ঘ্যানঘ্যান আর গজগজ করতে থাকো। আমি নতুন ইয়ারপ্লাগ কিনে নিয়েছি।” এমন বন্ধুকে বয়স নিয়ে খোঁচা দেওয়ায় নেটিজেনের উপর প্রবল চটে যান মীর। তার জেরেই অশ্লীল ভাষা সোশ্যাল মিডিয়ায় প্রয়োগ করে বসেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ডিবির অভিযানে গাঁজার বস্তুাসহ আটক-১

বন্ধু স্বস্তিকাকে বয়স নিয়ে খোঁচা দেওয়ায় বেজায় চটলেন মীর

আপডেট টাইম : ১২:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

অনলাইন ডেস্ক:

আফসার আলি। সোশ্যাল মিডিয়াতেই অশ্লীল ভাষায় নেটিজেনকে আক্রমণ করে বসলেন তারকা।

আগামী ডিসেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পাবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের পরবর্তী সিনেমা ‘কালা’। অনভিতা দত্ত পরিচালিত সেই সিনেমার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। তাতেই একজন লেখেন, “মুখে বয়সের ছাপ চলে এসেছে।” বরাবরই স্পষ্টবক্তা স্বস্তিকা। নেটিজেনকে জবাব দিতে বেশি দেরি করেনি তিনি। নিন্দুককে পালটা প্রশ্ন করে অভিনেত্রী লেখেন, “না হলে কী হবে?”। দু’জনের এই কথোপকথনের মাঝেই আবার তীব্র প্রতিক্রিয়া দেন মীর। নিন্দুককে কটাক্ষ করে লিখে বসেন ছাপার অযোগ্য ভাষা।

স্বস্তিকা ও মীরের বন্ধুত্ব বহুদিনের। ‘মাইকেল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। তার চার বছর পর আবার নবাগত পরিচালক অভিজিৎ শ্রী দাস ‘বিজয়ার পরে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। মীর-স্বস্তিকা ছাড়াও ছবির অন্যতম আকর্ষণ দীপঙ্কর দে ও মমতা শংকর জুটি। প্রবীণ দম্পতির ভূমিকায় অভিনয় করছেন দুই শিল্পী। তাঁদের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। অভিনেত্রীর স্বামী হিসেবে দেখা যাবে মীরকে। বাস্তব জীবনে মীরই স্বস্তিকার পরম বন্ধু।

এর আগে স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে মীর লিখেছিলেন, “প্রিয় স্যাজি… জন্মদিনে তোমার সমস্ত ইচ্ছে পূর্ণ হোক, অবৈধ ইচ্ছেগুলো ছাড়া। দস্যি মেয়ের ২০২২ সাল খুব ভাল যাক! সারা জীবন এভাবেই ঘ্যানঘ্যান আর গজগজ করতে থাকো। আমি নতুন ইয়ারপ্লাগ কিনে নিয়েছি।” এমন বন্ধুকে বয়স নিয়ে খোঁচা দেওয়ায় নেটিজেনের উপর প্রবল চটে যান মীর। তার জেরেই অশ্লীল ভাষা সোশ্যাল মিডিয়ায় প্রয়োগ করে বসেন তিনি।