শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন

সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয়ও করতে চান রামচরণ

সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয়ও করতে চান রামচরণ

অনলাইন ডেস্ক:

বাংলা সিনেমা দেখতে ভালবাসেন দক্ষিণী তারকা রামচরণ। সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয়ও করতে চান তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আলোচনাচক্রে গিয়ে মনের এই বাসনার কথা জানালেন চিরঞ্জীবীপুত্র।

তেলুগু সিনেমার কিংবদন্তি চিরঞ্জীবীর ছেলে হলেও নিজের প্রতিভার জোরেই খ্যাতি পেয়েছেন রামচরণ। তাঁর ‘মগধীরা’ সিনেমার কাহিনি অবলম্বনে বাংলায় ‘যোদ্ধা’ সিনেমা তৈরি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। অবশ্য সেসব বহু আগের কথা। এখন রাজামৌলির ‘RRR’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে রামচরণ। সারা ভারতে তাঁর সুখ্যাতি। রামচরণের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন এনটিআর জুনিয়র, আল্লু অর্জুন, যশের (কেজিএফ সিনেমার নায়ক) মতো দক্ষিণী সুপারস্টাররা।

বক্স অফিসে যখন ‘RRR’, ‘কেজিএফ’, ‘পুষ্পা’র মতো সিনেমা রমরমিয়ে ব্যবসা করছে, তখন সাফল্যের অভাবে ধুঁকছে ‘থ্যাঙ্ক গড’, ‘রাম সেতু’র মতো বলিউড সিনেমা। তাহলে কি এবার দক্ষিণী তারকাদের আস্ফালনের সময় এসেছে? এই প্রশ্নই করা হয়েছিল রামচরণকে। জবাবে অভিনেতা জানান, তিনি কোনওভাবেই এমনটা মনে করেন না। রামচরণের মতে, এখন প্যান ইন্ডিয়া সিনেমার যুগ। অর্থাৎ গোটা ভারতবর্ষের বিনোদন জগৎ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময় এটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com