শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
আলিয়া, বিপাশার পর কি এবার ক্যাটরিনার মা হওয়ার পালা? বলিউডে জোর গুঞ্জন। আর এই গুঞ্জনের সূত্রপাত ক্যাটরিনার এক ছবি ভাইরাল হওয়ার পর থেকেই। যেখানে ক্যাটরিনার বেবি বাম্প একেবারে স্পষ্ট!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের একটি ছবি। যেখানে সাদা পোশাকে দেখা গিয়েছে ক্যাটকে। সেই ছবিতেই স্পষ্ট হয়েছে ক্যাটরিনার কাইফের বেবি বাম্প! এই ছবি দেখেই বলিপাড়ায় তুমুল গুঞ্জন শুরু। অনেকেই মনে করছেন আলিয়া ও বিপাশার পর এবার ক্যাটরিনার মা হাওয়ার পালা।
তবে গুঞ্জনের মাত্রা বাড়তেই ক্যাটরিনা ঘনিষ্ঠরা স্পষ্ট জানালেন, মোটেই ক্যাট প্রেগন্যান্ট নন। বরং ক্যাটরিনা দক্ষিণী ছবি ‘মেরি ক্রিসমাস’-এর জন্যই নকল বেবি বাম্প নিয়ে এখানে সেখানে ঘুরছেন। এই ছবিতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতিকে। এই ছবি দিয়েই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দিতে চলেছেন ক্যাটরিনা। শোনা যাচ্ছে, এই ছবিতে ক্যাটরিনা একজন অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করছেন। সেই চরিত্রের খাতিরেই নকল বেবি বাম্প নিয়ে ঘুরছেন ক্যাট।
Leave a Reply