ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :

নায়িকা যাতে বিয়ে করতে পারেন তার জন্য মারাত্মক কাণ্ড ঘটিয়েছিলেন মিঠুন

অনলাইন ডেস্ক:

নায়িকা যাতে সিনেমার শুটিং ছেড়ে গিয়ে বিয়ে করতে পারেন, তার জন্য মারাত্মক কাণ্ড ঘটিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। অসুস্থতার নাটক করেছিলেন তিনি। এতদিন পর সেকথা ফাঁস করলেন রিয়ালিটি শোয়ের মঞ্চে।

মিঠুন যখন এই কথাগুলি বলছিলেন তখন তাঁর পাশেই সেই অভিনেত্রী বসেছিলেন। তিনি আর কেউ নন, পদ্মিনী কোলহাপুরী। ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘স্বর্গ সে সুন্দর’, ‘দাতা’, ‘সাগর সংগম’-এর মতো সুপারহিট সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন মিঠুন ও পদ্মিনী। আটের দশকের জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। সেই ম্যাজিক আবারও ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’ শোয়ে দেখা যায়। শোয়ের অতিথি হিসেবে হাজির ছিলেন দুই কিংবদন্তি।

শো চলাকালীনই মিঠুন জানান, তাঁর জন্যই পদ্মিনী কোলহাপুরীর বিয়ে করতে পেরেছিলেন। কীভাবে? শুটিং চলাকালীন পেটে প্রবল ব্যথা হওয়ার অভিনয় করেছিলেন মহাগুরু। যাতে সকলে তাঁকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। সেই সুযোগে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পদ্মিনী। আর গোপনে প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন। মিঠুন না বলা পর্যন্ত কেউ এ বিষয়ে কিচ্ছু টের পাননি। এভাবেই ‘ঝগরুটে’ বন্ধু উপকার করেছিলেন সুপরাস্টার।

রিয়ালিটি শোয়ে এমন আরও অনেক কথা শেয়ার করেছেন মিঠুন। জানিয়েছেন, গায়ের রং কালো হওয়ায় তাঁকে প্রবল কটাক্ষ শুনতে হত। এর জন্য রাতের অন্ধকারে চোখের জলও ফেলেছেন সুপারস্টার। ফুটপাতেও শুতে হয়েছে তাঁকে। তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি হোক তা চান না মিঠুন। কারণ যে কষ্ট তাঁকে ভোগ করতে হয়েছে তা অন্য কেউ সহ্য করুক, এটা তাঁর কাছে কাম্য নয়। মিঠুন জানান, তাঁর জীবন কাউকে অনুপ্রাণিত করার বদলে মানসিকভাবে ভেঙে দিতে পারে।

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়া থানা’র নবাগত ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ

নায়িকা যাতে বিয়ে করতে পারেন তার জন্য মারাত্মক কাণ্ড ঘটিয়েছিলেন মিঠুন

আপডেট টাইম : ০৯:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

অনলাইন ডেস্ক:

নায়িকা যাতে সিনেমার শুটিং ছেড়ে গিয়ে বিয়ে করতে পারেন, তার জন্য মারাত্মক কাণ্ড ঘটিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। অসুস্থতার নাটক করেছিলেন তিনি। এতদিন পর সেকথা ফাঁস করলেন রিয়ালিটি শোয়ের মঞ্চে।

মিঠুন যখন এই কথাগুলি বলছিলেন তখন তাঁর পাশেই সেই অভিনেত্রী বসেছিলেন। তিনি আর কেউ নন, পদ্মিনী কোলহাপুরী। ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘স্বর্গ সে সুন্দর’, ‘দাতা’, ‘সাগর সংগম’-এর মতো সুপারহিট সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন মিঠুন ও পদ্মিনী। আটের দশকের জনপ্রিয় জুটি ছিলেন তাঁরা। সেই ম্যাজিক আবারও ‘সারেগামাপা লিটল চ্যাম্পস’ শোয়ে দেখা যায়। শোয়ের অতিথি হিসেবে হাজির ছিলেন দুই কিংবদন্তি।

শো চলাকালীনই মিঠুন জানান, তাঁর জন্যই পদ্মিনী কোলহাপুরীর বিয়ে করতে পেরেছিলেন। কীভাবে? শুটিং চলাকালীন পেটে প্রবল ব্যথা হওয়ার অভিনয় করেছিলেন মহাগুরু। যাতে সকলে তাঁকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। সেই সুযোগে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পদ্মিনী। আর গোপনে প্রযোজক প্রদীপ শর্মার সঙ্গে বিয়ে সেরে ফেলেছিলেন। মিঠুন না বলা পর্যন্ত কেউ এ বিষয়ে কিচ্ছু টের পাননি। এভাবেই ‘ঝগরুটে’ বন্ধু উপকার করেছিলেন সুপরাস্টার।

রিয়ালিটি শোয়ে এমন আরও অনেক কথা শেয়ার করেছেন মিঠুন। জানিয়েছেন, গায়ের রং কালো হওয়ায় তাঁকে প্রবল কটাক্ষ শুনতে হত। এর জন্য রাতের অন্ধকারে চোখের জলও ফেলেছেন সুপারস্টার। ফুটপাতেও শুতে হয়েছে তাঁকে। তাঁর জীবন নিয়ে বায়োপিক তৈরি হোক তা চান না মিঠুন। কারণ যে কষ্ট তাঁকে ভোগ করতে হয়েছে তা অন্য কেউ সহ্য করুক, এটা তাঁর কাছে কাম্য নয়। মিঠুন জানান, তাঁর জীবন কাউকে অনুপ্রাণিত করার বদলে মানসিকভাবে ভেঙে দিতে পারে।