ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম আটক আবারও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি: ২জন নিহত কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন পঞ্চগড়ে আগাছানাশক ছিটিয়ে ধানক্ষেত নষ্ট করার অভিযোগ ঘুষ ও দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই- নওগাঁর নবাগত পুলিশ সুপার শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে কালিহাতীতে বিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে গারো-কোচ সম্প্রদায়ের মানববন্ধন: ইউজিন নকরেকসহ ১১ জনের মুক্তির দাবি পত্নীতলায় নির্যাতনের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

মহিলারা কিন্তু পুরুষদের মুখের ‘দুষ্টু’ কথা শুনতে ভালবাসেন

অনলাইন ডেস্ক:

অনেকেই বলেন কথার শক্তি যেকোন অস্ত্রকেও হার মানাতে পারে। কোনও কুকথা যেমন আঘাত দিতে পারে। তেমনই মিষ্টিমধুর কথা সহজেই সকলকে আকর্ষণ করে। নিজের মনের মানুষকে কথার জালে জড়াতে চান সকলেই। আপনিও কী একান্ত ব্যক্তিগত সময়ে একে অপরকে কথার জালে জড়াতে চান? বিশেষত বিছানায় শরীরী খেলায় মেতে ওঠার আগে কিংবা ফাঁকে আপনার সঙ্গিনী ঠিক কী কী কথা শুনতে চান জানেন? সঙ্গিনীর যৌন উত্তেজনা এক নিমেষে আরও বাড়িয়ে তুলতে গেলে কথোপকথনে এই কথাগুলি থাকতেই হবে।

শরীরী খেলার প্রস্তুতি পর্বে চুম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাড়ে হালকা চুম্বন করুন। বলুন সঙ্গিনীকে চুম্বন দিতে ঠিক আপনার কতটা ভাল লাগে। মহিলারা কিন্তু পুরুষদের মুখের ‘দুষ্টু’ কথা শুনতে ভালবাসেন।

বহু মহিলাই অন্তর্বাসের প্রতি অত্যন্ত সচেতন। অনেক ভাবনাচিন্তা করে অন্তর্বাস কেনেন তাঁরা। ফাঁকা ঘরে সঙ্গিনীর বাছাই করা অন্তর্বাসের প্রশংসা না করলে কী চলে? তাই তো যৌনতায় মেতে ওঠার ফাঁকে তাঁর অন্তর্বাসের প্রশংসা করুন।

প্রিয় মানুষের গায়ের গন্ধই যেন অন্যরকম। আর মহিলাদের সুগন্ধীর প্রতি ঝোঁক নিয়ে নতুন করে কিছু বলার নেই। সঙ্গিনীর গায়ের গন্ধ যে আপনার মনকেও দোলা দেয়, তা মুখে প্রকাশ করুন।

সঙ্গিনী চাইলে শরীরী খেলায় আপনাকে টেক্কা দিতে পারে। তাঁর মতো আপনাকে আর কেউই হয়তো তেমন করে যৌনসুখ আপনাকে দিতে পারবেন না। একথা মনে চেপে রেখে দেবেন না। সঙ্গিনীকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে চাইলে একথা একান্ত মুহূর্তেও জানান।

নিজেদের একান্ত সময়ে সঙ্গিনীকে অবশ্যই এই কথাগুলি বলতে ভুলবেন না। তাতেই দেখবেন বিছানায় উঠবে ঝড়।

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

মহিলারা কিন্তু পুরুষদের মুখের ‘দুষ্টু’ কথা শুনতে ভালবাসেন

আপডেট টাইম : ০৮:৩১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

অনলাইন ডেস্ক:

অনেকেই বলেন কথার শক্তি যেকোন অস্ত্রকেও হার মানাতে পারে। কোনও কুকথা যেমন আঘাত দিতে পারে। তেমনই মিষ্টিমধুর কথা সহজেই সকলকে আকর্ষণ করে। নিজের মনের মানুষকে কথার জালে জড়াতে চান সকলেই। আপনিও কী একান্ত ব্যক্তিগত সময়ে একে অপরকে কথার জালে জড়াতে চান? বিশেষত বিছানায় শরীরী খেলায় মেতে ওঠার আগে কিংবা ফাঁকে আপনার সঙ্গিনী ঠিক কী কী কথা শুনতে চান জানেন? সঙ্গিনীর যৌন উত্তেজনা এক নিমেষে আরও বাড়িয়ে তুলতে গেলে কথোপকথনে এই কথাগুলি থাকতেই হবে।

শরীরী খেলার প্রস্তুতি পর্বে চুম্বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘাড়ে হালকা চুম্বন করুন। বলুন সঙ্গিনীকে চুম্বন দিতে ঠিক আপনার কতটা ভাল লাগে। মহিলারা কিন্তু পুরুষদের মুখের ‘দুষ্টু’ কথা শুনতে ভালবাসেন।

বহু মহিলাই অন্তর্বাসের প্রতি অত্যন্ত সচেতন। অনেক ভাবনাচিন্তা করে অন্তর্বাস কেনেন তাঁরা। ফাঁকা ঘরে সঙ্গিনীর বাছাই করা অন্তর্বাসের প্রশংসা না করলে কী চলে? তাই তো যৌনতায় মেতে ওঠার ফাঁকে তাঁর অন্তর্বাসের প্রশংসা করুন।

প্রিয় মানুষের গায়ের গন্ধই যেন অন্যরকম। আর মহিলাদের সুগন্ধীর প্রতি ঝোঁক নিয়ে নতুন করে কিছু বলার নেই। সঙ্গিনীর গায়ের গন্ধ যে আপনার মনকেও দোলা দেয়, তা মুখে প্রকাশ করুন।

সঙ্গিনী চাইলে শরীরী খেলায় আপনাকে টেক্কা দিতে পারে। তাঁর মতো আপনাকে আর কেউই হয়তো তেমন করে যৌনসুখ আপনাকে দিতে পারবেন না। একথা মনে চেপে রেখে দেবেন না। সঙ্গিনীকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে চাইলে একথা একান্ত মুহূর্তেও জানান।

নিজেদের একান্ত সময়ে সঙ্গিনীকে অবশ্যই এই কথাগুলি বলতে ভুলবেন না। তাতেই দেখবেন বিছানায় উঠবে ঝড়।