শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

মিথ্যের জালে মিমি চক্রবর্তী

মিথ্যের জালে মিমি চক্রবর্তী

অনলাইন ডেস্ক:

মিথ্যের জালে জড়িয়ে পড়ছেন মিমি চক্রবর্তী। এই জাল তিনি কেটে বেরিয়ে আসতে পারবেন? প্রশ্নের উত্তর মিলবে অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’ সিনেমায়। আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে ছবিটি। তার আগেই প্রকাশ্যে এল ট্রেলার।

এসভিএফ, ক্যামেলিয়া প্রোডাকশন ও রাজপ্রতীম ভেঞ্চার্সের প্রযোজনায় তৈরি হয়েছে ‘খেলা যখন’। বহুদিন ধরেই এই ছবির অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ছবির অফিশিয়াল পোস্টার। সোমবার ট্রেলার প্রকাশ হল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। নতুন এই ছবিতে ফের একবার অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছেন মিমি। তবে ‘গানের ওপারে’ ধারাবাহিকের গোরা-পুপের মতো রোম্যান্টিক মেজাজে নয়। এবার রহস্যের মুখোমুখি দুই তারকা।

ছবিতে উর্মির ভূমিকায় অভিনয় করেছেন মিমি। তাঁর স্বামীর চরিত্রে অর্জুনকে দেখা যাচ্ছে। দুর্ঘটনায় ছেলেকে হারায় উর্মি। তারপর থেকেই নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। আচমকা একজন এসে দাবি করে উর্মিকে ভুল বোঝানো হচ্ছে। আসলে তার ছেলে বেঁচে রয়েছে। কোনটা সত্যি? কোনটা মিথ্যে? এই প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া হয়ে ওঠে উর্মি। শেষ পর্যন্ত কী হয়, তা জানা যাবে আগামী ২ ডিসেম্বর সেদিনই সিনেমা হলে মুক্তি পাচ্ছে অরিন্দম শীল পরিচালিত ছবিটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com