শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ পূর্বাহ্ন

রংপুরে আইনজীবী হত্যায় দুজনের প্রাণদণ্ড

রংপুরে আইনজীবী হত্যায় দুজনের প্রাণদণ্ড

রংপুর প্রতিনিধি:

রংপুরে আইনজীবী হত্যায় দুজনের প্রাণদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম দুই বছর আগে এ মামলার রায় ঘোষণা করেন।

দুই বছর আগে খুন হন রংপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী আসাদুল হক। আজ যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা হলেন— রংপুর মহানগরীর তাজহাট এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের জাফর ড্রাইভারের ছেলে রতন মিয়া (৩২) ও খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার মনির মিস্ত্রির ছেলে সাইফুল ইসলাম (২৬)।

এ মামলায় মোর্শেদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।

রায়ের সময় আসামি তিনজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক এ তথ্য জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালে মহামারি পরিস্থিতিতে ধর্মদাস বারোআউলিয়া এলাকার বাড়িতে আসাদুল একাই থাকতেন। তার ছোট মেয়ে বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী আরফিন নাহার অংকনকে নিয়ে স্ত্রী নিজ গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অবস্থান করছিলেন।

ওই বছরের ৫ জুন শুক্রবার দুপুরে ধর্মদাস বারোআউলিয়া এলাকার বাড়িতে চুরি করতে গিয়ে আসাদুলের হাতে ধরা পড়েন আসামি রতন মিয়া। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।

এ সময় আসাদুলের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতনকে আটক ও মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই আইনজীবীর লাশ উদ্ধার করে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com