ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ সিরাজদিখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিক রাবি ছাত্রলীগ সভাপতির কক্ষে মিলল পিস্তল, সম্পাদকের কক্ষে ফেন্সিডিল আবু সাঈদের ধারণা ছিলো পুলিশ আমাকে গুলি করবে না মীরপুর গার্লস আইডিয়াল স্কুল থেকে কোটি কোটি টাকা লুটপাট ভাঙ্গায় চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  যমুনার পানিতে কালিহাতীতে ৩০ হাজার পানিবন্দি মানুষ, নতুন নতুন এলাকা প্লাবিত পদ্মায় অবৈধ বালি উত্তোলনে নদীগর্ভে বিলিন ১০টি বাড়িঘর, হুমকিতে শহর রক্ষা বাঁধ স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সিরাজদিখানে পুলিশের হামলার আহত সাংবাদিক সালমানকে দেখতে গেলেন ওসি

শ্রাবন্তী যেখানে হাঙ্গামা সেখানে

বিনোদন ডেস্ক:

শ্রাবন্তী যেখানে হাঙ্গামা সেখানে তো হবেই। এক জায়গায় কি আর চুপচাপ বসে থাকতে পারেন নায়িকা! পারলেনও না, তাই তো কালিম্পংয়ে পৌঁছে হুট করে শুরু করে দিলেন নতুন হাঙ্গামা। তবে তিনি একা নন, শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় এবং ওম। আর সেই হাঙ্গামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রাবন্তী।

একটু খোলসা করে বলা যাক বরং। পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’। যে ছবির গল্পে ফুটে উঠবে দুই জোড়া ভাইবোন সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজার প্রেম। ছবিতে জুটি বাঁধছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায়কেও।

সম্প্রতি হয়ে গেল এই ছবির মহরৎ। সামনে এসেছে ছবির প্রথম পোস্টারও। ছবির নাম শুনে এবং পোস্টার দেখে বোঝাই যাচ্ছে, এই ছবি হতে চলেছে একেবারেই কমেডি ঘরানার। তা কীরকম গল্প বলবে ‘হাঙ্গামা ডট কম’?

পরিচালক কৃষ্ণেন্দুর কথায়, ”কমেডি গল্প লিখতেই বেশি পছন্দ করি। তুমুল ব্যস্ততার যুগে একটু হাসির গল্প সব সময়ই দর্শকের মনে এক জায়গা করে নেয়। এ ক্ষেত্রেও আশা রাখব, দর্শকের ভাল লাগবে এই ছবির গল্প।” এর আগে কৃষ্ণেন্দুর পরিচালনা করেছেন ‘ক খ গ ঘ’ নামের একটি ছবি।

২৮ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে ‘হাঙ্গামা ডট কম’ ছবির শুটিং। প্রথম শুটিং উত্তর কলকাতার নানা অংশে হলেও, আপাতত কালিম্পংয়ে চলছে এই ছবির শুটিং। ছবির শুটিংয়ের ফাঁকেই ইনস্টাগ্রামে ভিডিও করছেন শ্রাবন্তী।

শুধু সিনেমায় নয়, বনি ও কৌশানী জুটি রিয়েল লাইফেও সমান জনপ্রিয়। অন্যদিকে, ‘ভয় পেও না’ ছবির পর ফের ওমের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী। সিনেমার পর্দায় যে এই জুটি প্রেম ছড়িয়ে দেবেন , তা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। ‘এস এস থ্রি এন্টারটেনমেন্ট’ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে সম্ভবত ২০২৩ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে।

জনপ্রিয় সংবাদ

কোটা সংস্কার আন্দোলন: সান্তাহারে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

শ্রাবন্তী যেখানে হাঙ্গামা সেখানে

আপডেট টাইম : ০১:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক:

শ্রাবন্তী যেখানে হাঙ্গামা সেখানে তো হবেই। এক জায়গায় কি আর চুপচাপ বসে থাকতে পারেন নায়িকা! পারলেনও না, তাই তো কালিম্পংয়ে পৌঁছে হুট করে শুরু করে দিলেন নতুন হাঙ্গামা। তবে তিনি একা নন, শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন বনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায় এবং ওম। আর সেই হাঙ্গামার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রাবন্তী।

একটু খোলসা করে বলা যাক বরং। পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’। যে ছবির গল্পে ফুটে উঠবে দুই জোড়া ভাইবোন সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজার প্রেম। ছবিতে জুটি বাঁধছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ওম সাহানি, বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত ও খরাজ মুখোপাধ্যায়কেও।

সম্প্রতি হয়ে গেল এই ছবির মহরৎ। সামনে এসেছে ছবির প্রথম পোস্টারও। ছবির নাম শুনে এবং পোস্টার দেখে বোঝাই যাচ্ছে, এই ছবি হতে চলেছে একেবারেই কমেডি ঘরানার। তা কীরকম গল্প বলবে ‘হাঙ্গামা ডট কম’?

পরিচালক কৃষ্ণেন্দুর কথায়, ”কমেডি গল্প লিখতেই বেশি পছন্দ করি। তুমুল ব্যস্ততার যুগে একটু হাসির গল্প সব সময়ই দর্শকের মনে এক জায়গা করে নেয়। এ ক্ষেত্রেও আশা রাখব, দর্শকের ভাল লাগবে এই ছবির গল্প।” এর আগে কৃষ্ণেন্দুর পরিচালনা করেছেন ‘ক খ গ ঘ’ নামের একটি ছবি।

২৮ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে ‘হাঙ্গামা ডট কম’ ছবির শুটিং। প্রথম শুটিং উত্তর কলকাতার নানা অংশে হলেও, আপাতত কালিম্পংয়ে চলছে এই ছবির শুটিং। ছবির শুটিংয়ের ফাঁকেই ইনস্টাগ্রামে ভিডিও করছেন শ্রাবন্তী।

শুধু সিনেমায় নয়, বনি ও কৌশানী জুটি রিয়েল লাইফেও সমান জনপ্রিয়। অন্যদিকে, ‘ভয় পেও না’ ছবির পর ফের ওমের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী। সিনেমার পর্দায় যে এই জুটি প্রেম ছড়িয়ে দেবেন , তা পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। ‘এস এস থ্রি এন্টারটেনমেন্ট’ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে সম্ভবত ২০২৩ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে।