ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনায় ডিবির অভিযানে গাঁজার বস্তুাসহ আটক-১ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সিভিল সার্জনের সিদ্ধান্তে তিন বছর উন্নত খাবার থেকে বঞ্চিত রোগীরা! সিরাজদিখানে সাংবাদিকদের সাথে বিএনপি’র সভাপতির মতবিনিময় শিগগিরই মানুষের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে পুলিশ: স্বরাষ্ট্র সচিব বরগুনায় ডিবির অভিযানে গাঁজার বস্তুাসহ আটক ১ নওগাঁয় জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম: আহত- ০৪ আমতলীতে অগ্নিকাণ্ডে বসত ঘর সহ ১১ টি দোকান পুড়ে ছাই মাগুরায় সরকারি রাস্তার গাছ কাটা ব্যক্তিদের গ্রেপ্তার করেও ছেড়ে দিচ্ছেন উপজেলা প্রশাসন প্রাণিসম্পদ অধিদপ্তর  ডিজি‘র অনৈতিক সিদ্ধান্তে বাৎসরিক ওষুধ ক্রয়ের টেন্ডার বাতিল! 

শরীয়তপুরে মাছের ঘের থেকে কুমির উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি এলাকার একটি মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে বলে জানান আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারি।

কুমিরটি ওই এলাকার পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পুকুরে বড় একটি কুমির ডিম বা থাকার জন্য মাটি খুঁড়তে দেখেন পুকুরের কাজ করা কর্মীরা। তা দেখে পুকুরে কাজ করে কর্মীরা একটি ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটকে পড়ে কুমিরটি। কুমিরটি দৈর্ঘ্য প্রায় ৮ ফিট। উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়।

পাজালকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল বলেন, আমরা এখন আতঙ্কে আছি। কীভাবে এত বড় একটি কুমির আসল এখানে সেটি নিয়ে। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী, এতে তো কুমির থাকার কথা নয়। এই কুমিরটি সাধারণত খুলনা বাগেরহাট এলাকায় দেখা যায়।

আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারি বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগের অফিসে জানান। সকালে এটিকে নেওয়ার জন্য বন বিভাগের ঢাকার কর্মীরা আসবেন। তবে বিষয় হলো এটি খুলনা বাগেরহাটের পানির কুমির। আর এ ঘেরের পাশে ছোট একটি নদী। কীভাবে এটি আসল এখন দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ডিবির অভিযানে গাঁজার বস্তুাসহ আটক-১

শরীয়তপুরে মাছের ঘের থেকে কুমির উদ্ধার

আপডেট টাইম : ০৯:২০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজালকান্দি এলাকার একটি মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে বলে জানান আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারি।

কুমিরটি ওই এলাকার পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পুকুরে বড় একটি কুমির ডিম বা থাকার জন্য মাটি খুঁড়তে দেখেন পুকুরের কাজ করা কর্মীরা। তা দেখে পুকুরে কাজ করে কর্মীরা একটি ফাঁদ পাতেন। সেই ফাঁদে আটকে পড়ে কুমিরটি। কুমিরটি দৈর্ঘ্য প্রায় ৮ ফিট। উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়।

পাজালকান্দি সমবায় সমিতির সভাপতি লিটন পাজাল বলেন, আমরা এখন আতঙ্কে আছি। কীভাবে এত বড় একটি কুমির আসল এখানে সেটি নিয়ে। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী, এতে তো কুমির থাকার কথা নয়। এই কুমিরটি সাধারণত খুলনা বাগেরহাট এলাকায় দেখা যায়।

আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারি বলেন, আমি খবর পেয়েই ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগের অফিসে জানান। সকালে এটিকে নেওয়ার জন্য বন বিভাগের ঢাকার কর্মীরা আসবেন। তবে বিষয় হলো এটি খুলনা বাগেরহাটের পানির কুমির। আর এ ঘেরের পাশে ছোট একটি নদী। কীভাবে এটি আসল এখন দেখার বিষয়।