মঞ্জুরুল ইসলাম রতন সিংগাইর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় সিংগাইর উপজেলা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ সাফিকুল ইসলাম মোল্লা, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইয়েদুর রহমান, বলধারা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া তাদের দ্বায়িত্ব। প্রতিটি সেবা প্রার্থী যেন সেবা বিমুখ না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর তিনি উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
শিরোনাম :
সিংগাইরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- ১০৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ