মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:২১ অপরাহ্ন
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাবু মিয়ার ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার দুপুর থেকে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চেয়ারম্যান লাবু মিয়া একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। দীর্ঘদিন ধরে এলাকায় তিনি মাদক কারবার করে আসছেন।
স্থানীয়রা বলছেন, প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে এলাকার লোকজন কোনো কথা বলার সাহস দেখান না। কেউ তার বিরুদ্ধে গেলে পরবর্তীদের তাদের হয়রানির শিকার হতে হয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে চেয়ারম্যান মো. লাবু মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply