মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
নিয়োগকালেও বয়স জালিয়াতি: বিআইডব্লিউটিএর হিসাব সহকারীর কোটি-কোটি টাকার সম্পদ! জাতির পিতার ছবি অবমাননাকারী পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার! কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র নবনির্বাচিত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ হাতজোড় করে ক্ষমা চেয়ে দেশ ছেড়েছেন শামীম ওসমান ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি আ.লীগ কোনো ভিসানীতির পরোয়া করে না: ওবায়দুল কাদের আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হবে: পিটার হাস কুয়েতে বাংলাদেশিকে হত্যা, গ্রেপ্তার ৪ উপজেলা চেয়ারম্যান সরোয়ারের বাড়িতে স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে কৃষি কর্মকর্তা মুক্তা
বিএনপির সমাবেশ মিরপুর বাঙলা কলেজ মাঠে হবে

বিএনপির সমাবেশ মিরপুর বাঙলা কলেজ মাঠে হবে

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের স্থান নির্বাচন নিয়ে জটিলতা কেটেছে। অবশেষে দলটির এই সমাবেশ কমলাপুর স্টেডিয়াম বা মিরপুর বাঙলা কলেজ মাঠে হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের নাম প্রস্তাব করে বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে নতুন করে মিরপুর বাঙলা কলেজ মাঠের নাম প্রস্তাব করা হয়েছে।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বরকত উল্লাহ বুলু বলেন, ‘পুলিশের পক্ষ থেকে মিরপুর বাংলা কলেজ মাঠে সমাবেশ করার প্রস্তাব করা হয়। তবে বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশের স্থান হিসেবে প্রস্তাব করা হয়েছে। রাতেই এসব স্থান পরিদর্শন করে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আটক নেতাকর্মীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি দলে ছিলেন- অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঢাকা মহানগর কমিশনারের সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল গণসমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় বৈঠকে বসেছেন। ধারণা করা হচ্ছে, এই বৈঠক থেকে স্থান নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে ডিএমপির সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি বিএনপি। সরকার এবং পুলিশ বলছে, জনসমাবেশ করতে হলে খোলা মাঠেই করতে হবে। তবে শুরু থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করতে অনড় ছিল বিএনপি। গতকাল বুধবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ এবং দলীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযান ও ব্যাপক ধরপাকড়ের পর আজ বৃহস্পতিবার ডিএমপির কমিশনারের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলায় তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com