মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি শেখ হাসিনার জন্মদিন বিশেষ ভাবে পালন করলেন মনোনয়ন প্রত্যাশী—হাসিব আলম তালুকদার বিএনপি মাহুত ছাড়া পাগলা হাতিতে পরিনত হয়েছে—জাহাঙ্গীর কবির নানক সংবাদ প্রকাশিত হওয়ার পর শ্রীপুর কুছাইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ ভালো কাজ হচ্ছে জানালেন এলাকাবাসী ত্রিশালে চরিত্রহীন শিক্ষককে মাদ্রাসায় ফিরিয়ে আনতে ইমামকে লাঞ্চিত করলো কমিটি! আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কোনো স্যাংশনকে ভয় পাই না: প্রধানমন্ত্রী ভাষানটেকে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন নিয়োগকালেও বয়স জালিয়াতি: বিআইডব্লিউটিএর হিসাব সহকারীর কোটি-কোটি টাকার সম্পদ! জাতির পিতার ছবি অবমাননাকারী পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার!
মধুখালীতে খেজুরের  রস সংগ্রহ ব্যস্ত  গাছি

মধুখালীতে খেজুরের  রস সংগ্রহ ব্যস্ত  গাছি

মানিক শিকদার :
রাতের কুয়াছন্ন  আকাশ আর রাত শীতর আভাস নিয়ে এসেছে প্রকৃতিতের  শীতের বার্তা। শীতের এই বার্তায় ফরিদপুরর গাছিরা ব্যস্ত  খেজুরের রস আহরণ খেজুর গাছ তৈরী করতে।
মধুখালী উপজেলার মেছড়দিয়া পূর্বপাড়া সড়কর ধারে গাছিরা হাত গাছকাটা ছ্যান নিয়ে ও কোমরের  সাথ গাছ দড়ি বেঁধে  নিপুণ হাত গাছ চাঁচা-ছালার কাজ শুরু  করেছেন। শীত মৌসুম এলেই এই  জেলায় সর্বত্র শীত উদযাপনের নতুন আয়াজন শুরু  হয়। খেজুরের রস আহরণ ও গুড় তৈরীতে  ব্যস্ত  হয়ে পড়েন এ এলাকার গাছিরা। তাদর মুখে ফুটে ওঠে  রসালো হাসি। শীতের দিন মানই খজুর রস ও নলন গুড়ের  ম-ম গন্ধ। খজুর গুড় বাঙালির সংস্কৃতির   একটি  অঙ্গ। নলন গুড় ছাড়া আমাদর শীতকালীন উৎসব ভাবাই যায় না। মেছড়দিয়া এলাকার গাছিরা জানান,গাছ থেক রস সংগ্রহ শুরু  হয়েছে। রস থক গুড় তৈরীর  পর্ব শুরু  হয়ে চলবে প্রায় মাঘ ফাগুন পর্যন্ত  ।  প্রথমে বাজারগুলাতে উঠত শুরু  করছে সুস্বাদু খেজুরের পাটালি ও গুড়। তাই অবহেলায় বেড় ওঠা খজুরর গাছর কদর এখন অনেক বশি। এছাড়াও খেজুর গাছর রস হতে উৎপাদিত গুড় দেশের বিভিন স্থানে  ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান গাছিরা।কষি অফিসার আলভীর রহমান বলেন, জেলায় প্রচুর পরিমাণ খেজুরের  গাছ আছে। এর মধ্য কামারখালী, মেগচামী,গাজনা  নওপাড়া, বাগাট ও ব্যাসদী গ্রাম এলাকার বেশি সংখ্যক গাছ রয়েছে। অনেক আগাম গাছ প্রস্ত করায় বাজারে কিছু গুর ও পাওয়া যায়। গাছিরা খেজুর রস সংগ্রহ কর নলন গুড় ও পাটালি গুড় তৈরি করে নিকটবর্তী  বাজারে বিক্রি করে আর্থিকভাব লাভবান হন। বর্তমান খেজুরের গুড়র চাহিদা বেশী যার কারণে গাছিরা এদিক যেমন লাভবান হয়  ঠিক তেমনি আর্থিক ভাব স্বছল হচ্ছে
বেশী লাভের আশায় অসাধু গুড় ব্যবসায়ী কত্রিম গুড় তৈরী করে ক্রেতা সাধারনের  সাথ প্রতারনা করেন। নিজেরা লাভবান হন প্রতারনা আর ভজাল গুড় স্বাস্য ঝুকিত ফলান। ভেজাল প্রতিরাধ প্রশাসনর নজর দওয়া উচিৎ বলে মনে করেন সুধি মহল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com