শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১০ পূর্বাহ্ন

অবৈধ ভাটা বন্ধে কঠোর প্রশাসন মহম্মদপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অবৈধ ভাটা বন্ধে কঠোর প্রশাসন মহম্মদপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

মাহামুদুন নবী :
মাগুরা মহম্মদপুর উপজেলায় বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা ইট ভাটা বন্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদপ্তর। এরই মধ্যে মাগুরা মহম্মদপুরের  ৬টি ইটভাটাকে উচ্ছেদ ও একটি ভাটার মালিককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।। ১৯/১২/২০২২ তারিখ সোমবার দিন ভর এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তাগন। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ টি ড্রাম চিমনি ইটভাটা সম্পূর্ণ ধ্বংস করেন ও একটি জিগজ্যাগ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহীনা সুলতানা। এসময় পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব সাঈদ আনোয়ার, সহকারী পরিচালক জনাব হারুন অর রশীদ সহ অত্র কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টের মাধ্যমে ১. মেসার্স বিসিভি ব্রিকস, ঠাকুরের হাট,বাবুখালী,মহম্মদপুর মাগুরা, ২. মেসার্স জেডপিএমবি ব্রিকস, বাসো, বাবুখালী, মহম্মদপুর, মাগুরা, ৩. মেসার্স এরএমবি ব্রিকস, ঘোষপুর বালিদিয়া, মহম্মদপুর মাগুরা, ৪.মেসার্স কেএবি ব্রিকস, নহাটা পরমেশ্বরপুর, মহম্মদপুর, মাগুরা ৫. মেসার্স খান ব্রিকস, বানিয়াবহু, বিনোদপুর, মহম্মদপুর, মাগুরা ৬.এএমবি ব্রিকস,ঝগড়দিয়া রাজাপুর,মহম্মদপুর মাগুরা নামক ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটা গুলোকে ভেঙ্গে গুড়িয়া দেয়া হয়েছে। এছাড়া মেসার্স নাজ ব্রিকস, ধোয়াইল বাজার, মহম্মদপুর, মাগুরা নামক জিগজ্যাগ ইটভাটা নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় তথা ইটভাটা কর্তৃক ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৮(১) ধারা ও ৮(৩) ধারা লঙ্ঘন করায় ৫০০,০০০/- (পাচ লক্ষ টাকা) জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ভাটার মলিকগণ হলেন,মহম্মদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃবরকত আলী,বলিদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান পান্নু মিয়া,ঝগড়দিয়ার আনোয়ার,বিনোপুরের সামাদ,বড়বিয়া গ্রামের জিল্লাল,জেলা পরিষদের সাবেক সদস্য নাগড়া গ্রামের মিজানুর রহমান মিনজু।
 পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা সুলতানা বলেন,

বায়ুদূষণ রোধে আমাদের কার্যালয় কর্তৃক আজকের এ অভিযান পরিচালনা করা হলো,পরিবেশ দূষণ রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com