এম জাফরান হারুন :
পটুয়াখালীর বাউফল উপজেলার সর্ববৃহৎ সাংবাদিকদের সংগঠন ‘প্রেসক্লাব বাউফল’ এর কার্যালয় নানান আয়োজনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) বিকাল ৪টার সময় বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা উড়িয়ে এবং লাল ফিতা কেটে ও ৮ পাউন্ডের কেক কেটে ‘প্রেসক্লাব বাউফল’ এর কার্যালয় উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল-আমিন বলেন, সাংবাদিকরা সমাজে আলোর দর্পন। সমাজের বিবেক। তাঁরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে সাংবাদিকরা যেন তার ক্ষমতার অপব্যবহার না করে সেদিকটি খেয়াল রাখতে হবে এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার সামনে তুলে ধরতে হবে এবং এটাই একজন সংবাদ কর্মীর দ্বায়িত্ব।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রেসক্লাব বাউফল’ এর সভাপতি মোঃ আরিফুজ্জামান খান রিয়াদ এবং সঞ্চালনায় ছিলেন ‘প্রেসক্লাব বাউফল’ এর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার শাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাস, মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা হাওলাদার, প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি শেখ এম জাফরান হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য নাসির খান, সাংগঠনিক সম্পাদক মীর মশিউর রহমান প্রমূখ।
এসময় প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেষ্ট প্রধান সহ বিশেষ অতিথিদেরকে ফুলেল শুভেচছা দেন অত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, নির্বাহী সদস্য উত্তম কুমার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ‘সত্য প্রকাশে মোরা নির্ভীক’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০২১ সালে পথচলা শুরু করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব বাউফল’।