শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন

সিংগাইরে আগুন পোহাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা

সিংগাইরে আগুন পোহাতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলা পৌর এলাকার আজিমপুর মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত গোপাল খাঁর স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কমলা বেগম শনিবার সন্ধ্যায় শীত নিবারণের জন্য ঘরের মধ্যে মাটির আলসের আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ ওই আলসের আগুন তার অজান্তে কাপড়ে লাগে। এতে দগ্ধ হয়ে মারা যান তিনি।

এ সময় বাড়িতে কেউ ছিল না। নিহতের মেয়ে বছিরন পার্শ্ববর্তী বাজারে মোবাইল ফোনে টাকা লোড দিতে যান।

ফিরে এসে দেখতে পান তার মা উঠানে দগ্ধ অবস্থায় পড়ে আছে। এরপর তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখতে পায় তার মা মারা গেছেন।

নিহতের ভাই ফজলু জানান, তার বোন পুরোনো দিনের মানুষ। লোকজনের সামনে যেতো না। সব সময় ঘরের ভেতরে থাকত। সে আগুন পোহাতে গিয়ে হঠাৎ তার পরনের কাপড়ের আঁচলে আগুন ধরেছিল। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। দৌড়ানোর কারণেই হয়তো সারা শরীরে তার আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়িটির চারপাশেই বেড়া থাকায় বিষয়টি কেউ দেখেনি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com