শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন

সাভারে টিআই জাহিদের বাড়ীতে অবৈধ গ্যাসের সংযোগ

সাভারে টিআই জাহিদের বাড়ীতে অবৈধ গ্যাসের সংযোগ

সাভার প্রতিনিধি :
ঢাকা, সাভার, নতুন পাড়া ভারারী এলাকায় আলোর নীড় নামে টিআই জাহিদের ৬তলা ভবণে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। টিআই জাহিদ গ্যাসের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করলে গ্যাস সংযোগের অনুমতি না পেলেও থেমে নেই ওই টিআই এর বাড়ীর গ্যাসের সংযোগ। সুত্রে জানা যায় টিআই জাহিদ সাভার আশুলিয়া এলাকার বাইপাইলে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের দায়িত্বে রয়েছেন। তার ৬তলা ভবণে রয়েছে মোট ২৪টি গ্যাসের চুলা আর প্রতিদিন চুলা গুলো জ্বলছে চুরাই গ্যাসে। আর সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে হাজার হাজার টাকা।

টিআই জাহিদ নিজের বাড়ীসহ আরও ১২ থেকে ১৫টি বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ নিয়ন্ত্রণ করে থাকেন। তথ্যনুসন্ধানে জানা যায় টিআই জাহিদ যখন র‌্যাব—৪’এ থাকাকালিন গ্যাস অফিসের কিছু কর্মকর্তাকে হাত করে তিনি এই বানিজ্য করে যাচ্ছেন, প্রতি মাসে গ্যাসের অফিসে যাচ্ছে কিছু টাকা আর বাকি টাকা টিআই জাহিদের পকেটে। সরকারি ভাবে গ্যাস সংযোগ দেওয়া নিষেধ থাকলেও টিআই জাহিদ গং আইনকে তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তির অপচয় করেছেন। এলাকা বাসি জানান, টিআই জাহিদ একজন আইনের লোক তিনি যা বলেন আমরা তাই মেনেনি, তার বিরুদ্ধে কোন কথা বললে আমাদেরকে আইনের ভয় দেখান। তবে আমরা মনে করি টিআই জাহিদ একজন আইনের লোক তিনি চুরাই গ্যাসের সংযোগ কেনো নিয়েছেন সেটা আমাদের জানা নেই।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com