ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
কালিহাতীতে সাতুটিয়া গোরস্থান নূরানী মাদ্রাসায় শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণ সান্তাহার রেলওয়ে পুলিশের সহযোগিতায় প্রান ফিরে পেল ভারসাম্যহীন নারী ফেসবুকে সরকার বিরোধী পোষ্ট দিয়েও চাকুরীতে বহাল সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! তারেক রহমান খেলাধুলায় সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন -আমিনুল হক ইজতেমায় কোনো ডেভিল পেলে ধরিয়ে দিন -জিএমপি কমিশনার গাজীপুরে পারিবারিক কবরস্থানে শহীদ কাশেমের দাফন সম্পন্ন মির্জাগঞ্জে পিঠা উৎসব ২০২৫ আদমদীঘিতে আ.লীগ সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কালিহাতীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন সরকারি বাঙলা কলেজস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

সাভারে টিআই জাহিদের বাড়ীতে অবৈধ গ্যাসের সংযোগ

সাভার প্রতিনিধি :
ঢাকা, সাভার, নতুন পাড়া ভারারী এলাকায় আলোর নীড় নামে টিআই জাহিদের ৬তলা ভবণে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। টিআই জাহিদ গ্যাসের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করলে গ্যাস সংযোগের অনুমতি না পেলেও থেমে নেই ওই টিআই এর বাড়ীর গ্যাসের সংযোগ। সুত্রে জানা যায় টিআই জাহিদ সাভার আশুলিয়া এলাকার বাইপাইলে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের দায়িত্বে রয়েছেন। তার ৬তলা ভবণে রয়েছে মোট ২৪টি গ্যাসের চুলা আর প্রতিদিন চুলা গুলো জ্বলছে চুরাই গ্যাসে। আর সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে হাজার হাজার টাকা।

টিআই জাহিদ নিজের বাড়ীসহ আরও ১২ থেকে ১৫টি বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ নিয়ন্ত্রণ করে থাকেন। তথ্যনুসন্ধানে জানা যায় টিআই জাহিদ যখন র‌্যাব—৪’এ থাকাকালিন গ্যাস অফিসের কিছু কর্মকর্তাকে হাত করে তিনি এই বানিজ্য করে যাচ্ছেন, প্রতি মাসে গ্যাসের অফিসে যাচ্ছে কিছু টাকা আর বাকি টাকা টিআই জাহিদের পকেটে। সরকারি ভাবে গ্যাস সংযোগ দেওয়া নিষেধ থাকলেও টিআই জাহিদ গং আইনকে তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তির অপচয় করেছেন। এলাকা বাসি জানান, টিআই জাহিদ একজন আইনের লোক তিনি যা বলেন আমরা তাই মেনেনি, তার বিরুদ্ধে কোন কথা বললে আমাদেরকে আইনের ভয় দেখান। তবে আমরা মনে করি টিআই জাহিদ একজন আইনের লোক তিনি চুরাই গ্যাসের সংযোগ কেনো নিয়েছেন সেটা আমাদের জানা নেই।

 

ট্যাগস

কালিহাতীতে সাতুটিয়া গোরস্থান নূরানী মাদ্রাসায় শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণ

সাভারে টিআই জাহিদের বাড়ীতে অবৈধ গ্যাসের সংযোগ

আপডেট টাইম : ০৫:০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

সাভার প্রতিনিধি :
ঢাকা, সাভার, নতুন পাড়া ভারারী এলাকায় আলোর নীড় নামে টিআই জাহিদের ৬তলা ভবণে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ। টিআই জাহিদ গ্যাসের জন্য সংশ্লিষ্ট অফিসে আবেদন করলে গ্যাস সংযোগের অনুমতি না পেলেও থেমে নেই ওই টিআই এর বাড়ীর গ্যাসের সংযোগ। সুত্রে জানা যায় টিআই জাহিদ সাভার আশুলিয়া এলাকার বাইপাইলে ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরের দায়িত্বে রয়েছেন। তার ৬তলা ভবণে রয়েছে মোট ২৪টি গ্যাসের চুলা আর প্রতিদিন চুলা গুলো জ্বলছে চুরাই গ্যাসে। আর সরকার প্রতি মাসে রাজস্ব হারাচ্ছে হাজার হাজার টাকা।

টিআই জাহিদ নিজের বাড়ীসহ আরও ১২ থেকে ১৫টি বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ নিয়ন্ত্রণ করে থাকেন। তথ্যনুসন্ধানে জানা যায় টিআই জাহিদ যখন র‌্যাব—৪’এ থাকাকালিন গ্যাস অফিসের কিছু কর্মকর্তাকে হাত করে তিনি এই বানিজ্য করে যাচ্ছেন, প্রতি মাসে গ্যাসের অফিসে যাচ্ছে কিছু টাকা আর বাকি টাকা টিআই জাহিদের পকেটে। সরকারি ভাবে গ্যাস সংযোগ দেওয়া নিষেধ থাকলেও টিআই জাহিদ গং আইনকে তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তির অপচয় করেছেন। এলাকা বাসি জানান, টিআই জাহিদ একজন আইনের লোক তিনি যা বলেন আমরা তাই মেনেনি, তার বিরুদ্ধে কোন কথা বললে আমাদেরকে আইনের ভয় দেখান। তবে আমরা মনে করি টিআই জাহিদ একজন আইনের লোক তিনি চুরাই গ্যাসের সংযোগ কেনো নিয়েছেন সেটা আমাদের জানা নেই।