ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুনীর মৃত্যু সিরাজদিখানে পূঁজা মন্ডপ পদির্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা কালিহাতীতে পূজামণ্ডপ পরিদর্শনে বেনজীর আহমেদ টিটু মুরাদনগরে ঘাতকের ছুরিকাঘাতে নিহত : ১ আহত-৩ গাজীপুরে বিএনপির নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন গাজীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কালিহাতীতে পূজামণ্ডপ পরিদর্শনে বেনজীর আহমেদ টিটো কোটালীপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন পূজাকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারীদের ছাড় দেয়া হবে না- গাজীপুরে র‌্যাবের মহাপরিচালক পূজাকে কেন্দ্র করে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, তারা পার পাবেন না-প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো: শফিকুল আলম

রাজউকে অনৈতিক সুবিধা না পেয়ে মলির বিরুদ্ধে অপপ্রচার!

স্টাফ রিপোর্টার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকে সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে অসাধু একটি চক্রের অপপ্রচার ও চরম আক্রোশের শিকার হয়েছেন একজন নারী কর্মচারি। তিনি সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ২৪ বছর রাজউকে নির্লোভ সেবা দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেও সেটিই এখন তার জন্য কাল হয়ে দেখা দিয়েছে। শত চেষ্টা করেও তার কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে রাজউকেরই একটি মাফিয়া গোষ্ঠি তার চাকুরী জীবনের ক্ষতিসাধন করার জন্য পত্র পত্রিকায় অপপ্রচার চালাচ্ছে। তারা দুর্নীতি দমন কমিশনেও বেনামে অভিযোগ করেছে। নানা মাধ্যমে হুমকি দিয়েছে যে, ওই মাফিয়া গোষ্ঠির নেতার কথামত কাজ না করলে তার চাকুরীই খেয়ে ফেলবে।
সুত্রমতে এই নারী কর্মচারীর নাম ফাতেমা বেগম মলি। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরী করেন। বর্তমানে রাজউকের জোন-৫-এর উচ্চমান সহকারী পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে রাজউকের কোন ফাইলে হস্তক্ষেপ ও তদবীর করার সুয়োগ না থাকলেও মাফিয়া গোষ্ঠি প্রচার করছে যে, মলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) এ চাকুরী করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। রাজধানীতে একাধিক ফ্ল্যাট, গাড়ি এবং ঢাকার অদূরে নারায়ণগঞ্জে কয়েক বিঘা জমি রয়েছে তার। সুবিধা গ্রহণের বিনিময়ে রাজউকের পূর্বাচল প্রকল্পের লে-আউট পরিবর্তন করা ছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন ঠিকাদার থেকে অবৈধ সুবিধা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন । তাদের আরো অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারদের জিম্মি করে বিভিন্ন প্রকল্পের প্রাক্কলন, চুক্তিপত্র, রোড সভার কর্মপত্র, ঠিকাদারদের বিল, এমনকি প্ল্যান পাসের নথিসহ কোনো ফাইলই টাকা ছাড়া ছাড়েন না ফাতেমা বেগম। অবৈধ আয়ে তিনি রাজধানীর ঝিগাতলায় ১৫/এ, গ্রিন টাওয়ারে তিনটি ফ্ল্যাট ও একটি নোহা গাড়ি কিনেছেন। ঘুষ-দুর্নীতির টাকা দিয়ে নারায়ণগঞ্জে কয়েক বিঘা জমিও কিনেছেন তিনি।
আমাদের অনুসন্ধানে এইসব অভিযোগের কোন দালিলিক প্রমান বা ভিত্তি মেলেনি। সংবাদে উল্লেখিত ঠিকানায় মলির নামে ৩ টিতো দুরে থাক একটি ফ্ল্যাটও পাওয়া যায়নি। তার নামে নারায়ণগঞ্জে কোন জমির দলিলও রেজিষ্ট্রি হয়নি। তবে ঢাকায় তার পৈত্রিক অনেক সম্পত্তি রয়েছে। কেবলমাত্র কাল্পনিক তথ্যের ওপর ভিত্তি করেই এমন অপ প্রচার চালানো হচ্ছে মর্মে দাবী করেছেন রাজউকের অসংখ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা মন্তব্য করেন যে, আজকাল কিছু সাংবাদিক অনৈতিক সুবিধা না পেলেই সরকারী কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে প্রশাসন ও জনমনে বিভ্রান্তি তৈরী করছেন। এমন কি দুদক দিয়েও হয়রানি করান। ফাতেমা বেগম মলির ক্ষেত্রেও সেটি করা হচ্ছে । তারা মিডিয়ার এই তথ্য সন্ত্রাস বন্ধ করার বিনীত অনুরোধ জানান।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুনীর মৃত্যু

রাজউকে অনৈতিক সুবিধা না পেয়ে মলির বিরুদ্ধে অপপ্রচার!

আপডেট টাইম : ০৬:৫৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

স্টাফ রিপোর্টার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকে সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে অসাধু একটি চক্রের অপপ্রচার ও চরম আক্রোশের শিকার হয়েছেন একজন নারী কর্মচারি। তিনি সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ২৪ বছর রাজউকে নির্লোভ সেবা দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করলেও সেটিই এখন তার জন্য কাল হয়ে দেখা দিয়েছে। শত চেষ্টা করেও তার কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে রাজউকেরই একটি মাফিয়া গোষ্ঠি তার চাকুরী জীবনের ক্ষতিসাধন করার জন্য পত্র পত্রিকায় অপপ্রচার চালাচ্ছে। তারা দুর্নীতি দমন কমিশনেও বেনামে অভিযোগ করেছে। নানা মাধ্যমে হুমকি দিয়েছে যে, ওই মাফিয়া গোষ্ঠির নেতার কথামত কাজ না করলে তার চাকুরীই খেয়ে ফেলবে।
সুত্রমতে এই নারী কর্মচারীর নাম ফাতেমা বেগম মলি। তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকুরী করেন। বর্তমানে রাজউকের জোন-৫-এর উচ্চমান সহকারী পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এই পদে থেকে রাজউকের কোন ফাইলে হস্তক্ষেপ ও তদবীর করার সুয়োগ না থাকলেও মাফিয়া গোষ্ঠি প্রচার করছে যে, মলি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) এ চাকুরী করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। রাজধানীতে একাধিক ফ্ল্যাট, গাড়ি এবং ঢাকার অদূরে নারায়ণগঞ্জে কয়েক বিঘা জমি রয়েছে তার। সুবিধা গ্রহণের বিনিময়ে রাজউকের পূর্বাচল প্রকল্পের লে-আউট পরিবর্তন করা ছাড়াও প্রতিষ্ঠানটির বিভিন্ন ঠিকাদার থেকে অবৈধ সুবিধা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন । তাদের আরো অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারদের জিম্মি করে বিভিন্ন প্রকল্পের প্রাক্কলন, চুক্তিপত্র, রোড সভার কর্মপত্র, ঠিকাদারদের বিল, এমনকি প্ল্যান পাসের নথিসহ কোনো ফাইলই টাকা ছাড়া ছাড়েন না ফাতেমা বেগম। অবৈধ আয়ে তিনি রাজধানীর ঝিগাতলায় ১৫/এ, গ্রিন টাওয়ারে তিনটি ফ্ল্যাট ও একটি নোহা গাড়ি কিনেছেন। ঘুষ-দুর্নীতির টাকা দিয়ে নারায়ণগঞ্জে কয়েক বিঘা জমিও কিনেছেন তিনি।
আমাদের অনুসন্ধানে এইসব অভিযোগের কোন দালিলিক প্রমান বা ভিত্তি মেলেনি। সংবাদে উল্লেখিত ঠিকানায় মলির নামে ৩ টিতো দুরে থাক একটি ফ্ল্যাটও পাওয়া যায়নি। তার নামে নারায়ণগঞ্জে কোন জমির দলিলও রেজিষ্ট্রি হয়নি। তবে ঢাকায় তার পৈত্রিক অনেক সম্পত্তি রয়েছে। কেবলমাত্র কাল্পনিক তথ্যের ওপর ভিত্তি করেই এমন অপ প্রচার চালানো হচ্ছে মর্মে দাবী করেছেন রাজউকের অসংখ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা মন্তব্য করেন যে, আজকাল কিছু সাংবাদিক অনৈতিক সুবিধা না পেলেই সরকারী কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে প্রশাসন ও জনমনে বিভ্রান্তি তৈরী করছেন। এমন কি দুদক দিয়েও হয়রানি করান। ফাতেমা বেগম মলির ক্ষেত্রেও সেটি করা হচ্ছে । তারা মিডিয়ার এই তথ্য সন্ত্রাস বন্ধ করার বিনীত অনুরোধ জানান।