বিশেষ প্রতিনিধি :
পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার।, আসন্ন পবিত্র রমজান মাসে ফোর্সকে শতভাগ উজ্জীবিত থেকে দায়িত্ব পালন করতে হবে। ফোর্সের মনোবল বৃদ্ধিতে দায়িত্বের পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার উপর গুরুত্ব দিতে হবে।
গতকাল সোমবার (২০ মার্চ ২০২৩ খ্রি.) দুপুরে রাজারবাগ শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে কল্যাণ ও ফোর্স বিভাগ কর্তৃক আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে কর্মরত সকল ফোর্স ও অফিসারদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,শতভাগ উজ্জীবিত থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন ও জননিরাপত্তা বিধানে কাজ করার জন্য অধঃস্তন পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান পিপিএম।
প্রসঙ্গত, ঢাকা মহানগরের প্রতিটি নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আর ডিএমপির সেই সকল ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করে কল্যাণ ও ফোর্স বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপির পিওএম-পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার সালমা সৈয়দ পলি, প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামসহ ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
শিরোনাম :
আসন্ন পবিত্র রমজান মাসে ফোর্সকে শতভাগ উজ্জীবিত থেকে দায়িত্ব পালন করতে হবে: হাফিজ আক্তার
- খবর বাংলাদেশ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- ৯৮৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ