ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন মীমাংসিত সম্পত্তি দাম বেড়ে যাওয়ায় পূর্ণরায় দখলের পাঁয়তারা কালিহাতীতে সবজি চাষে বেকারদের কর্মসংস্থানের সুযোগ: প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আদমদীঘিতে হত্যার হুমকি দিয়ে কিশোরীকে একাধিক বার ধর্ষণ: অতঃপর গ্রেপ্তার কালিয়াকৈরে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অবৈধ ম্যাজিক জাল উদ্ধারে গিয়ে গ্রামপুলিশ আহত আদমদীঘিতে উপজেলা ও জেলা বিএনপির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে আড়ম্বরপূর্ণভাবে কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালন দুর্নীতি ও লুটপাটের পরেও অর্থনীতি টিকে আছে পোশাক শিল্পের উপর- উপদেষ্টা আসিফ অনলাইনে সরব: অডিও কলে সমন্বয়ককে ধমকালেন সাবেক এমপি নাঈমুজ্জামান

শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরশহর এলাকার উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জেম শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসানের ছেলে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. মোসা. মুনিরা খাতুন জানান, গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।পৌর যুবলীগের ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ইফতারের ১৫ মিনিট আগে পৌর মেয়র মোখলেসুর রহমানের নির্দেশে তার বাহিনীর সদস্য পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, ইব্রাহিম, রানা, শামীমসহ আরও কয়েকজন মিলে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটায়। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার পর রাতে হাসপাতালে জেমকে দেখতে যান সদর আসনের এমপি আব্দুল ওদুদ। এ সময় তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে পৌর মেয়র মোখলেসুর রহমান ও ঢাকার ডিআইজি নুরুল ইসলাম এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে দায়ী করেন এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

তিনি বলেন, ‘পৌর মেয়র ও ডিআইজি দীর্ঘদিন ধরে জেমকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে জেম ফেসবুকে লাইভ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিষয়টি জানান। এ ঘটনায় আগামী ঈদের পর ১০ জনকে হত্যা করা হবে বলেও বিরোধী পক্ষ থেকে জানানো হয়। সেই তালিকার প্রথম নামটি ছিল জেমের। এরই ধারাবাহিকতায় পৌর মেয়র মোখলেসুর রহমান ও ডিআইজির নির্দেশে যারা কয়েকদিন আগেই নয়ালাভাঙ্গা এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করেছে, আর আজ জেমকে হত্যা করা হলো। এর একমাত্র কারণ পুলিশের দুর্বলতা। যেকোনো কারণে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় পুলিশ সুপারকে বহন করতে।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে চিকিৎসকের উপর হামলা: প্রতিবাদে মানববন্ধন

শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরশহর এলাকার উদয়ন মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জেম শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসানের ছেলে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. মোসা. মুনিরা খাতুন জানান, গুরুতর আহত অবস্থায় সন্ধ্যায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।পৌর যুবলীগের ভাইস প্রেসিডেন্ট শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘ইফতারের ১৫ মিনিট আগে পৌর মেয়র মোখলেসুর রহমানের নির্দেশে তার বাহিনীর সদস্য পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মেসবাউল হক টুটুল, ইব্রাহিম, রানা, শামীমসহ আরও কয়েকজন মিলে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটায়। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন। পরবর্তীকালে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার পর রাতে হাসপাতালে জেমকে দেখতে যান সদর আসনের এমপি আব্দুল ওদুদ। এ সময় তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে পৌর মেয়র মোখলেসুর রহমান ও ঢাকার ডিআইজি নুরুল ইসলাম এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে দায়ী করেন এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

তিনি বলেন, ‘পৌর মেয়র ও ডিআইজি দীর্ঘদিন ধরে জেমকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে জেম ফেসবুকে লাইভ করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখিতভাবে বিষয়টি জানান। এ ঘটনায় আগামী ঈদের পর ১০ জনকে হত্যা করা হবে বলেও বিরোধী পক্ষ থেকে জানানো হয়। সেই তালিকার প্রথম নামটি ছিল জেমের। এরই ধারাবাহিকতায় পৌর মেয়র মোখলেসুর রহমান ও ডিআইজির নির্দেশে যারা কয়েকদিন আগেই নয়ালাভাঙ্গা এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করেছে, আর আজ জেমকে হত্যা করা হলো। এর একমাত্র কারণ পুলিশের দুর্বলতা। যেকোনো কারণে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই হত্যাকাণ্ডের দায় পুলিশ সুপারকে বহন করতে।’