মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম :
১৬ ভিক্ষুক ভিক্ষা করতে ওমরা ভিসা নিয়ে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে আটক পেট্রোল পাম্প মালিকদের কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব: প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি শেখ হাসিনার জন্মদিন বিশেষ ভাবে পালন করলেন মনোনয়ন প্রত্যাশী—হাসিব আলম তালুকদার বিএনপি মাহুত ছাড়া পাগলা হাতিতে পরিনত হয়েছে—জাহাঙ্গীর কবির নানক সংবাদ প্রকাশিত হওয়ার পর শ্রীপুর কুছাইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ ভালো কাজ হচ্ছে জানালেন এলাকাবাসী ত্রিশালে চরিত্রহীন শিক্ষককে মাদ্রাসায় ফিরিয়ে আনতে ইমামকে লাঞ্চিত করলো কমিটি! আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
মির্জাগঞ্জের জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মির্জাগঞ্জের জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। ২৮ এপ্রিল রোজ শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকার সময় “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ” বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপদ্যকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, মির্জাগঞ্জ উপজেলার বিশেষ কমিটি, ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে, মির্জাগঞ্জ উপজেলার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা বিশেষ কমিটি, ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাকসুদুর রহমান প্রতিনিধি, উপজেলা আইনজীবী সমিতি, মির্জাগঞ্জ, পটুয়াখালী, জনাব আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদার, সাবেক সভাপতি, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, সদস্য সচিব, মির্জাগঞ্জ উপজেলা বিশেষ কমিটি, অ্যাডভোকেট এঁকে আজাদ বাপ্পি,

এ সময় আরো উপস্থিত ছিলেন, জনাব হুমায়ুন কবির ওসি (তদন্ত) মির্জাগঞ্জ থানা, অ্যাডভোকেট এইচ, এম মোজাম্মেল হক এ, পি, পি মির্জাগঞ্জ চৌকি আদালত, পটুয়াখালী, এছাড়াও সাংবাদিক, আইনজীবী শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস বলেন,
ন্যায় বিচার একটি সমাজের প্রধান আকাঙ্ক্ষা, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না, সেখানে আইনের শাসন বলতে তেমন কিছুই থাকে না, গণতন্ত্র আইনের শাসন জনগণের অধিকার প্রতিষ্ঠা মৌলিক অধিকার সুচিন্তিতকরণ, সবকিছুর মূলে ন্যায়বিচার প্রতিষ্ঠা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব আবুল কালাম আজাদ
স্টনো, মির্জাগঞ্জ উপজেলা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

আলোচনা শেষে, র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার প্রদক্ষিণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2018-2022 khoborbangladesh.com
Desing & Developed BY ThemesBazar.Com